Mother and Daughter: ছেলে-মেয়ে-স্বামী নিয়ে সংসার, তবে কেন মা নিজে হাতে ৯ বছরের মেয়েকে...
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Mother and Daughter: বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন ন বছরের ওই মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন তাঁর মা বলে অভিযোগ গ্রামবাসী ও আত্মীয়দের।
দক্ষিণ দিনাজপুর : নিজের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামের। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই নাবালিকার নাম আফরিন পারভিন(৯)। বাবা আবদুল আজিজ পেশায় তিনি রাজমিস্ত্রি। বাড়িতে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস আবদুল আজিজের।
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, মেয়ে বিশেষ চাহিদা সম্পূর্ণ হওয়ায় মা এমন ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান।

advertisement
মেয়ে বিশেষ চাহিদা সম্পূর্ণ হওয়ায় মা এমন ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি ঘটনায় অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
অভিযোগ, এদিন সকালে প্রতিদিনের মত রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আব্দুল আজিজ। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নয় বছরের ওই মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন তাঁর মা বলে অভিযোগ গ্রামবাসী ও আত্মীয়দের।
advertisement
এমন ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে আফরিন পারভিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে নিয়ে আসার পাশাপাশি অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
Susmita Goswami
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 16, 2025 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mother and Daughter: ছেলে-মেয়ে-স্বামী নিয়ে সংসার, তবে কেন মা নিজে হাতে ৯ বছরের মেয়েকে...









