Be Aware While Going Tarapith: সামনেই কৌশিকী অমাবস্যা, ভক্তের ঢল নামবে তারপীঠে, রাতের অন্ধকারে এ কী বিপদ, সাবধানে যান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Be Aware While Going Tarapith: রাতের অন্ধকারে তারাপীঠ ঢোকার মুখে ঘটে যেতে পারে দুর্ঘটনা!কী এমন হল তারাপীঠে
বীরভূম: বীরভূমের মধ্যে অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। আর এই তারাপীঠ ঢোকার মুখে রাস্তার ধারে বালি,পাথর সহ নানা ইমারতি সামগ্রী মজুত রেখে অবৈধ কারবার চলছেই। এবার তা চলে এসেছে একেবারে পিচ রাস্তার উপর।পর্যটন কেন্দ্র তারাপীঠ যাওয়ার রাস্তার উপর রমরমিয়ে চলেছে এই কারবার।আর তার জেরে ঢাকা পড়ছে সেলফি জোন তারাপীঠ এর তোরণ।
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু বেশ কিছুদিন ধরে সেই তোরণ সামনে বালি, পাথর মজুত রেখে অবৈধ কারবার চলছে। সামনে বর্ষা তখন নদনদী থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা থাকবে।তাই এখন থেকেই বালি মজুত শুরু হয়েছে।ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, অনুমতি সাপেক্ষে বৈধ ঘাট থেকে বালি তুলে মজুত করা যেতে পারে।তবে রাস্তার অন্তত ২০০ মিটার দূরে বালি মজুত করতে হবে।কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না।উল্টে রাস্তার উপর চলছে কারবার।নেওয়া হচ্ছে না প্রশাসনিক পদক্ষেপ।রাতের অন্ধকারে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। Input- Souvik Roy