Medinipur: বানরের হামলা বেশ কয়েকদিন ধরে, আক্রান্ত একাধিক, ক্ষোভ এলাকাজুড়ে

Last Updated:

Medinipore- গ্রামীণ এলাকায় এক বানরের তাণ্ডব। বেশ কয়েকদিনে আক্রান্ত একাধিক জন। এখনও পর্যন্ত বাগে আসেনি বানরটি।বানর ধরতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বনকর্মীরা।

বানরের হামলা
বানরের হামলা
পশ্চিম মেদিনীপুর: গ্রামীণ এলাকায় এক বানরের তাণ্ডব। বেশ কয়েকদিনে আক্রান্ত একাধিক জন। এখনও পর্যন্ত বাগে আসেনি বানরটি।বানর ধরতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বনকর্মীরা। বেশ কয়েকদিন ধরে পিংলার সাঁতই এলাকায় বাচ্চা থেকে বয়স,যুবক,স্কুল পড়ুয়া মিলে একাধিক জনের উপর এক এক করে হামলা চালায় একটি বানর। জানা গিয়েছে মুখপোড়া হনুমান নয়, বানরের তাণ্ডবে নাজেহাল বাসিন্দারা। বন দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি, বলে অভিযোগ বাসিন্দাদের।
আরও পড়ুন- খরচ হবে ১৫ কোটি টাকা! ছাত্র ছাত্রীদের জন্য সুখবর দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়
জানা গিয়েছে একটি বানরের তাণ্ডবে খেলাধূলোও বন্ধ বাচ্চাদের। স্কুলের জানালা দরজা বন্ধ করে চলছে পঠন পাঠন। বাড়ি থেকে বেরোতে পারছেন না স্থানীয়রা। যেকোনও সময়েই আক্রমন করছে বানরটি। আতঙ্কে দিন গুনছেন এলাকাবাসী! এমত অবস্থায় বন দফতরের কর্মীরা এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের অভিযোগ বন দফতরকে বার বার জানিয়েও তারা সঠিক ভাবে উদ্যোগ নেয়নি।
advertisement
এক গ্রামবাসীর বক্তব্য, এতদিন অনেকে আক্রান্ত হয়েছে, বারবার বলার স্বত্ত্বেও আসেনি বন কর্মীরা। এখনই অভিযোগ। বন বিভাগের বক্তব্য এর আগে খাঁচা নিয়ে হাজির হয়েছিলেন বনকর্মীরা। কিন্তু তারা বানরটিকে উদ্ধার করতে পারেনি। এখনও অধরা বানরটি। তবে গ্রামবাসীদের দাবি, এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে বানরটি। রাস্তায় এক পেলে হামলাও করছে। লাঠি হাতে যেতে হচ্ছে সকলকে।
advertisement
advertisement
ইতিমধ্যে বাচ্চা, বড় মিলিয়ে অনেকে আক্রান্ত হয়েছে। তবে হুঁশ ফেরেনি। বনকর্মীদের ঘিরে গ্রামবাসী বিক্ষোভ দেখায়। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয় বন বিভাগের তরফে। তবে কবে এই সমস্যার সমাধান হয় তার দিকে তাকিয়ে সকলে।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medinipur: বানরের হামলা বেশ কয়েকদিন ধরে, আক্রান্ত একাধিক, ক্ষোভ এলাকাজুড়ে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement