ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়

Last Updated:

তিনটি বাইক-সহ ৬ ছিনতাই বাজকে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। উদ্ধার ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা।

ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়  Image AI
ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায় Image AI
চন্দ্রকোনা: তিনটি বাইক-সহ ৬ ছিনতাই বাজকে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। উদ্ধার ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। এক লাখে অতিরিক্ত মিলবে ১০ হাজার টাকা। ফোনেই এসেছিল এই অফার। অফার কনফার্ম করতে দেখাও করেছিল দুই বন্ধু।
দাসপুর থানার নাড়াজোলের সেই আমডাংরার মাঠেই ২৫ শে জুলাই শুক্রবার বেলা আড়াইটা, টাকা বাড়তে নগদ প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন দুই বন্ধু। অভিযোগ, হঠাৎই ৩ বাইকে ৬ জন এসে দুই বন্ধুকে মারধর করে সেই টাকা ছিনতাই করে পালায়।
advertisement
advertisement
দুই বন্ধু হলেন সুদীপ পাল ও শুভেন্দু দন্ডপাট। বাড়ি চন্দ্রকোনা থানার খামারগেড়িয়া গ্রামে। টাকাগুলো সুদীপেরই। সুদীপ জানিয়েছেন দিনচারেক আগে ফোনে আলাপ। ১ লাখ টাকার লেনদেনে ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার কথা বলেছিল অচেনা এক জন।
সেই কথা শুনে প্রথমে দেখা করেন পরে টাকা নিয়েই হাজির হয়েছিলেন সুদীপ। আর সেই টাকাই ছিনতাই। ঘটনা এখানেই শেষ নয়। সুদীপ পৌঁছে যান দাসপুর থানায়। পুলিশের তৎপরতায় শুক্রবারের বিকেল থেকেই দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারির নেতৃত্বে অন্যান্য অফিসাররা সারা এলাকায় লাগাতার অভিযান চালাতে থাকেন।
advertisement
শুক্রবার রাতেই ছিনতাই এর ঘটনায় ৩টি বাইক-সহ ৬ জন গ্রেফতার। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ নগদ টাকা। শনিবার ধৃতদের আদালতে তোলা হচ্ছে। ধৃতরা হলেন সুজয় দাস বাড়ি কুঞ্জপুর কল্মীজোড়, জয়ন্ত মান্না সালামপুর,বিমল মন্ডল ব্রহ্মণবসান,উৎপল সেনাপতি,কাদিলপুর সন্তু কালসার নাড়াজোল,বলরাম দাস ডিহিপলসা। দাসপুর পুলিশের বড় সাফল্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement