Bangla News: ব্যাঙ্কে টাকা রেখেও মিলছে না! ফিক্সড ডিপোজিটের টাকাও অ্যাকাউন্ট থেকে উধাও, তোলপাড় বনগাঁ

Last Updated:

Bangla News: ব্যাঙ্কে টাকা রেখেও মিলছে না টাকা। ফিক্সড ডিপোজিটের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও। প্রতিবাদে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ গ্রাহকদের।

ব্যাঙ্ক জালিয়াতি। ফাইল ছবি।
ব্যাঙ্ক জালিয়াতি। ফাইল ছবি।
বনগাঁ: ব্যাঙ্কে টাকা রেখেও মিলছে না টাকা। ফিক্সড ডিপোজিটের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও। প্রতিবাদে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ গ্রাহকদের।
উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বনগাঁ এলাকায় রয়েছে কানাড়া ব্যাঙ্ক। গ্রাহকদের দাবি, তারা ওই ব্যাঙ্কে টাকা জমিয়েছিলেন। এখন সেই টাকা তুলতে গেলে তাদের বলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা নেই।
আরও পড়ুনঃ ঘনীভূত নিম্নচাপ! ব্যাপক ঝড়-বৃষ্টিতে তোলপাড় উত্তর-দক্ষিণ, কবে কমবে বৃষ্টি? জানুন
গ্রাহকদের আরও দাবি, বেশ কয়েকজন গ্রাহক ওই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হিসেবে টাকা রেখেছিলেন, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তারা টাকা তুলতে পারছেন না। টাকা তুলতে গেলে তাদের বলা হচ্ছে  অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই ঘটনার প্রতিবাদে এ দিন ব্যাঙ্কের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন এবং ক্ষোভ উগরে দেন গ্রাহকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রাহকরা। যদিও এই ঘটনা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অনিরুদ্ধ কির্তনীয়া
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ব্যাঙ্কে টাকা রেখেও মিলছে না! ফিক্সড ডিপোজিটের টাকাও অ্যাকাউন্ট থেকে উধাও, তোলপাড় বনগাঁ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement