প্রাক্তন থেকে বর্তমান, মোহনবাগানের সব ফুটবলারের 'ঠেক' এই চায়ের দোকান
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Mohunbagan- মোহনবাগানের নতুন পুরনো সব খেলোয়ারদের দেখা মিলছে এই চায়ের দোকান, ব্যাপারটা কী!
উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রাম পৌরসভার পাশের গলিতেই অতীত থেকে বর্তমান এ যাবৎ কালের সকল মোহনবাগান প্লেয়ারদের দেখা মিলছে এক সঙ্গে! শুনতে কিছুটা অবাক লাগলেও এই দোকানে চায়ে চুমুক দেওয়ার পাশাপাশি এলাহী আয়োজন দেখতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
শুধু দোকান নয়, দোকান মালিক গোপাল বিশ্বাসকেও কুর্নিশ জানাচ্ছেন অনেকে। প্রায় ২৪ বছর ধরে মোহনবাগানকে নিজের মনে প্রাণে ভালবেসে নিজের চায়ের দোকানকেই করে তুলেছেন মোহনবাগানময়।
আরও পড়ুন- সাগরপাড়ে শঙ্খে ফুঁ দেন, ভিড় জমান কতশত ভক্ত… চেনেন এই ‘শঙ্খবাবা’কে?
তবে যে দিনগুলিতে মোহনবাগানের খেলা থাকে, সেই দিনগুলিতে বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় দোকানের ঝাঁপি। মোহনবাগান ভক্ত গোপাল পৌঁছে যান সোজা খেলার মাঠে। তাঁর এই মোহনবাগানময় চায়ের দোকানে ইস্টবেঙ্গল সমর্থকরাও আসেন, মাঝেমধ্যে বাকবিতন্ডাও হয়। তবে তা সবটাই খেলাকে কেন্দ্র করে সুস্থ স্বাভাবিক ইয়ার্কি ঠাট্টা।
advertisement
advertisement
পোস্টার, ফেস্টুন, ফ্ল্যাগ, আর তার সঙ্গে মোহনবাগানে খেলা প্রায় সকল খেলোয়াড়দেরই ছবি রয়েছে তার চায়ের দোকানে। তাই মধ্যমগ্রাম পৌরসভার পাশের গলিতে এই চায়ের দোকান মোহনবাগান ভক্ত ফুটবলপ্রেমীদের পাশাপাশি অনেকের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু।
বহু মানুষ তাঁর দোকান দেখতে আসছেন, ছবি তুলছেন। নিজের উপার্জনের টাকা থেকেই সংসার চালিয়ে, মোহনবাগান ভক্ত গোপাল বিশ্বাস নিজের ছোট্ট দোকানকে এইভাবেই সাজিয়েছেন বলে জানান। তাঁর পরিবার বলতে দুই মেয়ে। বড় মেয়ে মাস্টার ডিগ্রী কমপ্লিট করেছেন, ছোট মেয়ে গ্রেজুয়েশন শেষ করে চাকরির চেষ্টা করছেন।
advertisement
মধ্যমগ্রাম পূর্বাশা যুব পরিষদ ক্লাবের পাশেই বাড়ি মোহনবাগান ভক্ত গোপাল বিশ্বাসের। আগামী ১৫ তারিখেও আইএসএল এর খেলা রয়েছে মোহনবাগানের। সেই খেলাতেও মাঠে হাজির হবেন তিনি। সেদিন জয়ী হলেই মোহনবাগান ভাল জায়গায় পৌঁছে যাবে। ৫২ পয়েন্ট এর টার্গেট পূরণ করতে পারলেই তাঁর প্রিয় দল চ্যাম্পিয়ন হবে বলেও আশা।
প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে লড়াইয়ে ফিরতে হলে এখন ভাল টিম তৈরি করতে হবে, পরামর্শ ফুটবলপ্রেমী এই চা বিক্রেতা গোপাল বিশ্বাসের। তবে এবার আইএসএলে মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে বলে দাবি এই ফুটবল ভক্তের। দোকানেই জয়ের সেলিব্রেশন এর পরিকল্পনাও ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন মধ্যমগ্রামের এই চা বিক্রেতা। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল গোপাল বিশ্বাসের মোহনবাগান চায়ের ঠেকের কথা।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 8:01 PM IST