State Cabinet Reshuffle: পুজো করে সকাল সকাল কলকাতা রওনা, মমতার মন্ত্রিসভায় কি আজ নতুন মুখ বিপ্লব!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০০১ এবং ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হন বিপ্লব রায় চৌধুরী। ২০১৬ সালে সিপিএমের কাছে হারতে হয়।
#তমলুক: মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে কলকাতা রওনা দিলেন পূর্ব পাঁশকুড়ার তৃণমূল বিধায়ক বিপ্লব রায় চৌধুরী। গৃহদেবতর সামনে আরতি এবং প্রণাম ঠুকেই কলকাতা রওনা দিলেন বিপ্লব রায় চৌধুরী। যাওয়ার সময় দলীয় কর্মী সমর্থকরাও ঠাকুরের ফুল তাঁর মাথায় ছুঁইয়ে দেন।
আজই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হওয়ার কথা৷ তার আগে বিপ্লববাবুকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠানোয় সুখবরের আভাস পেয়ে গিয়েছেন বিধায়কের অনুগামীরা৷ তাঁদের ধারণা, মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন প্রবীণ এই নেতা৷
advertisement
পরিচিত পোশাক পরে, অর্থাৎ পরনে সাদা ধুতি পাঞ্জাবি পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন কোলাঘাটের বাসিন্দা, বর্ষীয়ান রাজনীতিবিদ এই বিধায়ক।
advertisement
বিধায়ক বিপ্লব রায় চৌধুরী ক্ষুদ্র কুটির শিল্প নিগমের চেয়ারম্যান পদে আছেন। দীর্ঘদিনের রাজনীতিবিদ। চার বারের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী প্রথমবার বিধায়ক হয়েছিলেন ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে। তারপর থেকে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন তিনি। তাঁর হাত ধরেই তৃণমূলে যোগদান এবং প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসে আছেন।
২০০১ এবং ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হন বিপ্লব রায় চৌধুরী। ২০১৬ সালে সিপিএমের কাছে হারতে হয়। যদিও অনুগত এই নেতার প্রতি তৃণমূলনেত্রীর আস্থা অটুট ছিল৷ ফলে ২০২১ সালে ফের তাঁকে টিকিট দেয় দল৷ ২০২১ সালে ভোটে জিতে ফের বিধায়ক হন বিপ্লব। এবার আরও বড় দায়িত্ব৷ এই খবরে বিধায়কের পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, বন্ধুরাও খুবই খুশি৷
advertisement
এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা থেকে দু' জন মন্ত্রী রয়েছেন৷ তাঁরা হলেন সৌমেন মহাপাত্র এবং অখিল গিরি৷ ওই জেলা থেকেই বিপ্লব রায়চৌধুরী মন্ত্রিসভায় জায়গা পেলে সৌমেন মহাপাত্র বা অখিল গিরি বাদ পড়েন কি না, তা নিয়েও জোরদার চর্চা শুরু হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2022 12:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
State Cabinet Reshuffle: পুজো করে সকাল সকাল কলকাতা রওনা, মমতার মন্ত্রিসভায় কি আজ নতুন মুখ বিপ্লব!