হাবরার জলযন্ত্রণা কাটাতে বড় ঘোষণা বিধায়কের, কী হবে জানেন!

Last Updated:

হাবরার জলযন্ত্রণা কাটাতে বড় ঘোষণা বিধায়কের, কি হবে জানেন!

+
এলাকায়

এলাকায় জমা জল

রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: হাবরায় জলযন্ত্রণা কাটাতে এবার তৈরি হবে আরও একটি বুস্টিং পাম্প! জল জমার সমস্যা মেটাতে নয়া  ড্রেনেজ সিস্টেমেরও ঘোষণা বিধায়কের। সাত, পনেরো এবং আট নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে চরম দুর্ভোগের ছবি বারবার দেখা গিয়েছে অতীতে। সেই পরিস্থিতি সামাল দিতে আগেই তৈরি হয়েছিল বুস্টিং পাম্প। এবার আরও একধাপ এগিয়ে হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নতুন করে পরিকাঠামো উন্নয়নের ঘোষণা করলেন আরও একটি বুস্টিং পাম্প তৈরির।
এদিন তিনি জানান, জল কমলেই এক নম্বর থেকে ছয় নম্বর ওয়ার্ড পর্যন্ত বুস্টিং পাম্প বসানো হবে। দ্রুত জল নিষ্কাশনের জন্যই এই উদ্যোগ। একইসঙ্গে নাংলা বিল সংস্কারের কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি।
advertisement
নাংলা বিলে তিনটি লক তৈরি করা হবে এবং ধাপে ধাপে উন্নত নিকাশি ব্যবস্থাও গড়ে তোলা হবে হাবরা জুড়ে বলে আশ্বাস দেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, হাবরা হাসপাতালে নতুন আরও একটি ১০০ বেডের বিল্ডিংও গড়ে তোলা হবে।
advertisement
তিনি দাবি করেন, এলাকার জল যন্ত্রণা দেখে সারারাত ঘুমাতে পারেননি। সেই রাতেই পরিকল্পনা করেছেন কীভাবে জল সমস্যা চিরতরে দূর করা যায়। এরপর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিমের সঙ্গেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জলবন্দি মানুষের জন্য ত্রিপল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে পুরসভার তরফে। পাশাপাশি নিজের উদ্যোগে আরও বাড়তি সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন বিধায়ক। বিধায়ক আশ্বাস দিয়েছেন, নতুন বুস্টিং পাম্প চালু হলে বর্ষায় হাবরার এই জলযন্ত্রণা অনেকটাই লাঘব হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাবরার জলযন্ত্রণা কাটাতে বড় ঘোষণা বিধায়কের, কী হবে জানেন!
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement