পাখির চোখ পঞ্চায়েত ভোট, দু’দিনের নদিয়া জেলা সফরে মিঠুন

Last Updated:

Mithun Chakraborty in Nadia: বগুলা আইটিআই কলেজ মাঠ সংলগ্ন এলাকা থেকে নদিয়ার নোনাগঞ্জ মোড় পর্যন্ত রোড শো করবেন 'মহাগুরু'। রোড শো শেষে জনসভা এবং তারপর নদিয়া সংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে মিঠুন চক্রবর্তীর।

পাখির চোখ পঞ্চায়েত ভোট, দু’দিনের নদিয়া জেলা সফরে মিঠুন
পাখির চোখ পঞ্চায়েত ভোট, দু’দিনের নদিয়া জেলা সফরে মিঠুন
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পাখির চোখ পঞ্চায়েত ভোট। দক্ষিণ ২৪ পরগনা, হুগলির পর আজ, মঙ্গলবার থেকে দু’দিনের জেলা সফরে নদিয়াতে মিঠুন চক্রবর্তীর একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আজ, মঙ্গলবার প্রথম দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে রোড শো করবেন দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তী।
বগুলা আইটিআই কলেজ মাঠ সংলগ্ন এলাকা থেকে নদিয়ার নোনাগঞ্জ মোড় পর্যন্ত রোড শো করবেন 'মহাগুরু'। রোড শো শেষে জনসভা এবং তারপর নদিয়া সংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে মিঠুন চক্রবর্তীর। মঙ্গলবার রানাঘাটে রাত্রিবাস করার পর আগামিকাল বুধবার, তেহট্টর হাউলিয়া মোড় থেকে জিতপুর পর্যন্ত রোড শো শেষ করে জনসভা এবং তারপর জেলা নেতৃত্বের সঙ্গে সংগঠনিক বৈঠকের মাধ্যমে দু’দিনের নদিয়া জেলা সফর শেষ করবেন মিঠুন।
advertisement
advertisement
মিঠুনের দু’দিনের জেলা সফরে তার সর্বক্ষণের সঙ্গী থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে গত নভেম্বর মাসের পর ফের রাজ্য সফরে এসে বিভিন্ন জেলা সফরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন চক্রবর্তীর অংশগ্রহণের মাধ্যমে বঙ্গ বিজেপি মহাগুরুর বাংলা ও বাঙালির আবেগকেই পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চাইছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট এখনও প্রকাশ না হলেও শাসক-বিরোধী দুই শিবিরই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নেমে পড়েছে রাজনীতির ময়দানে।
advertisement
একদিকে জনসংযোগ আর অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে আবাস-সহ একাধিক দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে পদ্ম শিবির। এবার মিঠুনকে সামনে রেখে একদিকে জনসংযোগ আর অন্যদিকে জেলা স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়াস শেষ পর্যন্ত কতটা কাজে লাগে গেরুয়া শিবিরের তার উত্তর দেবে সময়ই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাখির চোখ পঞ্চায়েত ভোট, দু’দিনের নদিয়া জেলা সফরে মিঠুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement