Hooghly News: শিবলিঙ্গের উপর ফুটে উঠল মহাদেবের প্রতিচ্ছবি! 'অলৌকিক' ঘটনা নাকি বিজ্ঞান? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hooghly News:অলৌকিক চাঞ্চল্যকর ঘটনার পর থেকে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তারপরেই নামে ভক্তদের ঢল। বেড়ে যায় পুজো দেওয়ার হিড়িক।
রাহী হালদার, হুগলি: শিবলিঙ্গের উপরে ফুটে উঠেছে স্বয়ং মহাদেবের প্রতিচ্ছবি। এমনই অলৌকিক চাঞ্চল্যকর ঘটনার পর থেকে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তারপরেই নামে ভক্তদের ঢল। বেড়ে যায় পুজো দেওয়ার হিড়িক। এমনই ঘটনার সাক্ষী রবিবার রাতে বাঁশবেড়িয়ার শিবপুর কদমতলার শিব মন্দির।
যদিও বিজ্ঞান মঞ্চ জানাচ্ছে তার ভিন্ন মত। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই শিবের পুজো হয় ওই মন্দিরে। রবিবার সন্ধ্যায় এক ভক্ত প্রথম দেখতে পান শিবলিঙ্গের গায়ে ছবি ভেসে উঠেছে। মহাদেবের প্রতিচ্ছবি দেখা গিয়েছে, সেটা রটতে সময় লাগে না। স্থানীয়দের কথা অনুসারে, ওই মন্দিরে প্রতিদিনই পুজো দেন ভক্তরা। শিবলিঙ্গের গায়ে চন্দন লেপন করেন। শিবলিঙ্গে জল ঢালেন ভক্তরা। সেই চন্দনে জল পড়ে মুখের ছবি তৈরি হয়েছে বলে অনুমান স্থানীয়দের। যা দেখে ভক্তদের মনে হয় শিবের মহিমাতেই এ সম্ভব হয়েছে।পুজো দেওয়ার হিড়িক পড়ে যায় প্রচার হতেই। ভিড়ের চাপে অঘটন ঘটে যাওয়ার আশঙ্কায় মন্দির বন্ধ করে দেন কর্তৃপক্ষ, চলে আসে পুলিশ।
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই বৈশাখী অমাবস্যা! প্রোমোশন, অর্থ ও সম্পদের আলোয় সৌভাগ্য আসবে এই ৩ রাশির জীবনে
শিবভক্ত প্রভাত দাস বলেন, ‘‘সন্ধ্যা ৬.২০ নাগাদ মন্দিরে ধূপ দিতে যাই। শিবলিঙ্গে চন্দন দেওয়া থাকে। তার উপর জল পড়ায় শিবের মুখ ভেসে ওঠে। এ কথা দু’ একজনকে বলি। এর পর প্রচার হয়ে যায়।মানুষের ঢল নামে।’’
advertisement
advertisement
এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য চন্দন দেবনাথ বলেন, ‘‘এই ধরনের ঘটনা কোন রাসায়নিক বিক্রিয়ার কারণে হয়ে থাকে। পাথরের উপরে আগে থেকেই কেউ হয়তো কোনও রাসায়নিক পদার্থ লেপন করে রেখেছিল। তাতে দুধ ও জল পড়ে। রাসায়নিক বিক্রিয়া করে এক অবয়ব ধারণ করে যা স্থানীয়রা মনে করছেন মহাদেবের প্রতিচ্ছবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শিবলিঙ্গের উপর ফুটে উঠল মহাদেবের প্রতিচ্ছবি! 'অলৌকিক' ঘটনা নাকি বিজ্ঞান? জানুন