Minor Girl Assaulted: নাবালিকাকে বাড়িতে ডেকে এ কী করল অ্যাম্বুলেন্স চালক...! ভয়ঙ্কর অভিযোগ, গ্রেফতার!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Minor Girl Assaulted: সন্ধ্যায় নাবালিকাকে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে যায় অ্যাম্বুলেন্স চালক রঘু। সেখানেই ওই নাবালিকার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ
রঞ্জিত সরকার, নদিয়া: এক নাবালিকাকে যৌন হয়রানি ও হুমকির অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে! নাবালিকার শ্লীলতাহানি করে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে।
অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের নাম রঘু সরকার। কল্যাণী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। কল্যাণী জেএনএম হাসপাতালের চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্স চালায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- এয়ারপোর্টে খুলে নেওয়া হল অন্তর্বাসও! ভিতরে এ কী…? যা দেখা গেল, তাতে ঘাম ছুটে গেল অফিসারদের!
অভিযোগ, ২২শে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নাবালিকাকে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে যায় রঘু। সেখানেই ওই নাবালিকার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এবং মুখ বন্ধ রাখার জন্য নাবালিকাকে কিছু টাকা দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি বিষয়টি কাউকে জানালে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছিল, এমনই জানায় নাবালিকা। যদিও অভিযুক্ত পুরো বিষয়টি অস্বীকার করেছে রঘু।
advertisement
advertisement
এরপর নাবালিকার পরিবার কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত রঘুকে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 3:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minor Girl Assaulted: নাবালিকাকে বাড়িতে ডেকে এ কী করল অ্যাম্বুলেন্স চালক...! ভয়ঙ্কর অভিযোগ, গ্রেফতার!