Minakshi Mukherjee: যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়! কে এই মেয়ে জানেন? চমকে উঠবেন শুনে
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Minakshi Mukherjee: মহিলা ব্রিগেডে নতুন চমক দেখা গেল এক অচেনা মুখ।
দাসপুর, মিজানুর রহমান: ছোট্টো ইশিকার কন্ঠে উঠে এল আন্দোলনের ভাষা। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা শিক্ষক বাতিলের জেরে স্কুলে স্কুলে নিস্তব্ধতা। বহু স্কুলের মতো তার স্কুলেও শিক্ষক সংকট নিয়ে ইশিকার গলাতে ঝড়ে পরল ক্ষোভ। দাসপুরে চলছিল মহিলা ব্রিগেড। বামপন্থী সংগঠনের ডাকে সেই মহিলা ব্রিগেডে দেখা গেল এক নতুন মুখ। বামপন্থী সংগঠনের এখন অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার আলোচনায় উঠে এল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলড়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ইশিকা মুখোপাধ্যায়।
বিদ্যালয়ে নেই শিক্ষক। নির্দিষ্ট সাবজেক্টের একটিমাত্র শিক্ষক দিয়ে চালানো হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী। স্বাভাবিকভাবে অসুবিধা হয় পড়াশোনায়। সুপ্রিম কোর্টের মামলায় চাকরি যাওয়া ২৬ হাজার শিক্ষকদের মধ্যে রয়েছে ইশিকার বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। স্বাভাবিকভাবে শিক্ষক শূন্যতায় ভুগছে বিদ্যালয়।
advertisement
advertisement
বামপন্থী এই ব্রিগেডে এসে ঝরঝরে বাংলায় বক্তৃতা নবম শ্রেণীর এই ছাত্রীর। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই রীতিমতো আলোচনায় চলে আসে সে। তাকে প্রশ্ন করা হলে তার সাফ উত্তর, ”আমি যা দেখেছি তাই বলেছি। স্কুলে শিক্ষক নেই। অন্য সাবজেক্টের টিচার দিয়ে ক্লাস চলছে। এ যেন নাটকের প্রক্সি। সিলেবাস শেষ হচ্ছে না, কীভাবে চলবে এভাবে আমাদের পড়াশোনা? তাই যা নিজে দেখেছি, তাই বলেছি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2025 6:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakshi Mukherjee: যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়! কে এই মেয়ে জানেন? চমকে উঠবেন শুনে









