Milk : লিটার লিটার দুধ ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়! বন্ধ দুধ বিক্রি! সামনে এল বড় খবর

Last Updated:

Milk Sellers Protest in Murshidabad : দুধ বিক্রি নিয়ে বিরাট সমস্যা! বড় পদক্ষেপ নিতে চলেছেন অধীর চৌধুরী!

বহরমপুর: গত তিনদিন ধরে রাত্রে দুধ কেনা বন্ধ করে দিয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ভাগীরথী মিল্ক ইউনিয়ন। এবার তারই প্রতিবাদে পথে নামলেন দুগ্ধ বিক্রেতারা। প্রতিবাদে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ শুরু করলেন আইএনটিইউসি সমর্থিত দুগ্ধ বিক্রেতারা।মুর্শিদাবাদ জেলাতে দুগ্ধ বিক্রেতাদের সঙ্গে যুক্ত কয়েক হাজার পরিবার। দুগ্ধ উৎপাদন করেই চলে জীবিকা নির্বাহ। কিন্তু হঠাৎই নোটিশ জারি করে ভাগীরথী মিল্ক ইউনিয়ন। রাত্রি কালীন দুগ্ধ সরবরাহ করতে পারবে না, যার কারণে এবার পথে নামল দুগ্ধ বিক্রেতারা।
মঙ্গলবার বহরমপুরে সাটুই গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে প্রথমে দুগ্ধ বিক্রেতারা, রাস্তায় লিটার লিটার দুধ ফেলে প্রতিবাদ জানান। ওই দুগ্ধ বিক্রেতাদের পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদ জেলার গ্রামীণ শিল্প দুগ্ধ উৎপাদন। আর সেই দুধ চক্রান্ত করে কিনছে না ভাগীরথী মিল্ক ইউনিয়ন। ভাগীরথী মিল্ক ইউনিয়নের ভোটের মাধ্যমে বোর্ড গঠন হয় না। তাছাড়া দুধ কেনা বন্ধ করলে দুগ্ধ বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হয় ভাগীরথী মিল্ক ইউনিয়নের কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সেই কারণে দুগ্ধ বিক্রেতাদের দুর্দশা তুলে ধরে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি বলে হুঁশিয়ারি দেন অধীর চৌধুরী।
advertisement
আরও পড়ুন: 
advertisement
অধীর চৌধুরীর আরও দাবি, ভাগীরথী মিল্ক ইউনিয়নকে লস প্রজেক্ট দেখিয়ে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। অথচ ওই ভাগীরথী মিল্ক ইউনিয়ন দুগ্ধ বিক্রেতাদের অর্থে গড়ে উঠেছে। জেলার হাজার হাজার দুগ্ধ বিক্রেতারা বেকার হয়ে পড়ছেন। আর এভাবেই মেট্রো ডিয়ারির মত অলাভজনক সংস্থা হিসেবে ভাগীরথী মিল্ক ইউনিয়নকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেন অধীর চৌধুরী। অন্যদিকে ভাগীরথী মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে জানা গেছে যে, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য বিক্রি কমে যাওয়ায় অতিরিক্ত দুধ নেওয়া সম্ভব হচ্ছে না ভাগীরথী মিল্ক ইউনিয়নের । আর সেই কারণেই গত তিনদিন ধরে রাত্রিকালীন দুধ নেওয়া যাচ্ছে না। আর দুগ্ধ না কেনার ফলেই প্রবল সমস্যায় পড়েছেন এই দুগ্ধ বিক্রেতারা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Milk : লিটার লিটার দুধ ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়! বন্ধ দুধ বিক্রি! সামনে এল বড় খবর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement