লকডাউন: চৈত্রমাসেও শোনা যাচ্ছে পরিযায়ীদের কলরব

Last Updated:

পাঁচটি জলাশয়ে এখন পরিযায়ী পাখিদের ভরা সংসার

#হুগলি: মাঝ চৈত্রে পরিযায়ী পাখিদের ছকভাঙা ভিড়। পাখির কলরবে ঘুম ভাঙছে হুগলির হরিপালের বলদবাঁধের বাসিন্দাদের। দেখা মিলছে চড়ুই, ঘুঘু, দোয়েল, ময়নার।  শোনা যাচ্ছে ঝিঁঝিঁর ডাক। লকডাউন এফেক্ট। বলছেন এলাকাবাসী। দূষণ কমায় , পরিবেশের ভারসাম্য ফিরছে। ফিরে আসছে পাখিরাও।
যে ছবি সবাই ভুলতে বসেছিল, তাকে ফিরিয়ে দিল লকডাউন। বলছেন হরিপালের বলদবাঁধের বাসিন্দারা। আজকাল পাখির ডাকে ঘুম ভাঙছে। এলাকার পাঁচটি জলাশয়ে এখন পরিযায়ী পাখিদের ভরা সংসার।
স্থানীয়রা বলছেন, এটা লকডাউন এফেক্ট। কলকারখানা, যান চলাচল...সব বন্ধ। শুনসান রাস্তাঘাট। বাতাসে দূষণ কমছে। পরিবেশের ভারসাম্য ফিরছে। তাই সর্বত্রই শোনা যাচ্ছে পাখির ডাক। দেখা মিলছে কমতে থাকা চড়ুই, ঘুঘু, দোয়েল, ময়নারও।
advertisement
advertisement
করোনা মোকাবিলায় লকডাউন চলছে। ঘর থেকে বেরনো নিষেধ। বলদবাঁধ চাইছে, বছরে এক বা দুদিন এমন লকডাউন হলে হয়ত পরিবেশ কিছুটা বাঁচরে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লকডাউন: চৈত্রমাসেও শোনা যাচ্ছে পরিযায়ীদের কলরব
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement