লকডাউন: চৈত্রমাসেও শোনা যাচ্ছে পরিযায়ীদের কলরব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পাঁচটি জলাশয়ে এখন পরিযায়ী পাখিদের ভরা সংসার
#হুগলি: মাঝ চৈত্রে পরিযায়ী পাখিদের ছকভাঙা ভিড়। পাখির কলরবে ঘুম ভাঙছে হুগলির হরিপালের বলদবাঁধের বাসিন্দাদের। দেখা মিলছে চড়ুই, ঘুঘু, দোয়েল, ময়নার। শোনা যাচ্ছে ঝিঁঝিঁর ডাক। লকডাউন এফেক্ট। বলছেন এলাকাবাসী। দূষণ কমায় , পরিবেশের ভারসাম্য ফিরছে। ফিরে আসছে পাখিরাও।
যে ছবি সবাই ভুলতে বসেছিল, তাকে ফিরিয়ে দিল লকডাউন। বলছেন হরিপালের বলদবাঁধের বাসিন্দারা। আজকাল পাখির ডাকে ঘুম ভাঙছে। এলাকার পাঁচটি জলাশয়ে এখন পরিযায়ী পাখিদের ভরা সংসার।
স্থানীয়রা বলছেন, এটা লকডাউন এফেক্ট। কলকারখানা, যান চলাচল...সব বন্ধ। শুনসান রাস্তাঘাট। বাতাসে দূষণ কমছে। পরিবেশের ভারসাম্য ফিরছে। তাই সর্বত্রই শোনা যাচ্ছে পাখির ডাক। দেখা মিলছে কমতে থাকা চড়ুই, ঘুঘু, দোয়েল, ময়নারও।
advertisement
advertisement
করোনা মোকাবিলায় লকডাউন চলছে। ঘর থেকে বেরনো নিষেধ। বলদবাঁধ চাইছে, বছরে এক বা দুদিন এমন লকডাউন হলে হয়ত পরিবেশ কিছুটা বাঁচরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 30, 2020 1:42 PM IST