মাত্র ২০ বছর বয়সে সংসারের হাল ধরেছিলেন, রাজ্যের পরিযায়ী শ্রমিকের করুণ পরিণতি মহারাষ্ট্রে, শোকে আকুল পরিবার

Last Updated:

মহারাষ্ট্রে কাজে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন রাজ্যের পরিযায়ী শ্রমিক। পরিবারে হাহাকার।

রাজ্যের পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রে
রাজ্যের পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রে
রাজনগর , বীরভূম, সুপ্রতিম দাসঃ সাম্প্রতিক সময়ে ভিন রাজ্যে কাজে গিয়ে পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরে আসার নির্দেশ দিয়েছেন। প্রাণ হাতে নিয়ে ফিরে আসছেন তাঁরা। এই আবহে বাংলার এক পরিযায়ী শ্রমিক মারা গেলেন মহারাষ্ট্র। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
জানা যাচ্ছে, নিহত যুবকের নাম বারু পাহাড়িয়া। বয়স মাত্র কুড়ি। বীরভূমের রাজনগরের পদমপুর গ্রামের বাসিন্দা ওই যুবক সংসারের হাল ধরতে মাত্র দেড় মাস আগে মহারাষ্ট্রে পাড়ি দেন। মহারাষ্ট্রের পিপলগাঁওয়ে ‘কাই মেগা পাওয়ার ইনফা এলএলপি’ নামে একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজে যোগ দেন তিনি। বুধবার সেখানেই একটি ইলেকট্রিক টাওয়ারে চেপে বারু রঙের কাজ করছিলেন। এমন সময়েই ঘটল অঘটন। হঠাৎই টাওয়ারের উপর থেকে নীচে পড়ে যান যুবক।
advertisement
আরও পড়ুনঃ এক সপ্তাহ ধরে নিখোঁজ! বীরভূমের ছাত্রীর হদিশ মিলল বিহারে, কিশোরীকে ফেরাতে যা করল পুলিশ
সেই খবর পেয়ে ছুটে আসেন পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড থেকে যাওয়া তাঁর পরিচিত কয়েকজন পরিযায়ী শ্রমিক। বারুকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকেরা তরুণ প্রাণকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর শুক্রবার গভীর রাতে যুবকের দেহ তাঁর গ্রামের বাড়ি বীরভূমের রাজনগরের পদমপুরে নিয়ে আসা হয়। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে বারুর পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘুমের মধ্যেই নেমে এল চরম দুর্ভোগ! প্রবল বৃষ্টির ভোরে কড়া নাড়ল যমরাজ
ঠিক কী কারনে বারু পাহাড়িয়ার মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। এদিকে পুত্রের হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন বারু পাহাড়িয়ার মা। স্থানীয়রা জানিয়েছেন, পুত্রের মৃত্যুতে তিনি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁকেও চিকিৎসার জন্য প্রথমে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র ২০ বছর বয়সে সংসারের হাল ধরেছিলেন, রাজ্যের পরিযায়ী শ্রমিকের করুণ পরিণতি মহারাষ্ট্রে, শোকে আকুল পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement