Assembly Election 2021: নন্দীগ্রামে আজ থেকেই শুরু হল ভোটগ্রহণ, মমতা-শুভেন্দুর ভাগ্য নির্ধারণে ভোট কারা দিলেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
নন্দীগ্রামে শুরু ভোট গ্রহণ! যে নন্দীগ্রামে ভোট প্রার্থী মমতা বন্দোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামেই আজ থেকে শুরু হয়ে গেল ভোট গ্রহণ প্রক্রিয়া।
#নন্দীগ্রামঃ নন্দীগ্রামে শুরু ভোট গ্রহণ! যে নন্দীগ্রামে ভোট প্রার্থী মমতা বন্দোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামেই আজ থেকে শুরু হয়ে গেল ভোট গ্রহণ প্রক্রিয়া। একদিকে যখন নির্বাচনী প্রচারে ঝড় তুলছে তৃণমূল, বিজেপি, বামপন্থী-সহ সব রাজনৈতিক দল। তখনই নন্দীগ্রামে শুরু হয়ে গেল এই ভোট গ্রহণ। নয়া প্রক্রিয়ায় আজ এই ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে নন্দীগ্রাম-সহ পুর্ব মেদিনীপুরের সেই সব জায়গায়, যেখানে দ্বিতীয় দফায় আগামী পয়লা এপ্রিল ভোট গ্রহণ। সেই সব কেন্দ্রেই আজ থেকে বয়স্ক ভোটারদের জন্য শুরু হয়েছে এই ভোট গ্রহণ পর্ব।
বয়সের কারণে এর আগে অনেক সময়ই ভোটদান থেকে বিরত থেকেছেন অথবা নিজের ভোট অন্যজন দিয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই সব ভোটাররাই এ বার বাড়িতে থেকে নিজের ভোট নিজেরা দিলেন। বাড়িতে বসেই নিজের ভোট নিজে দিলেন প্রবীণ ভোটাররা। তবে এ ধরণের ভোটদান এর আগে মানুষ কখনও দেখেননি।

advertisement
advertisement
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, আজ নতুন সিস্টেমে ভোট দিয়েছেন নন্দীগ্রামের বহু মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনে, কমিশনের তরফে ৮০ বছরের উর্দ্ধে বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের জন্য বাড়িতেই ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। যার কারনে খুশি প্রবীণ নাগরিকরা। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট রয়েছে। তার আগেই নির্বাচন কমিশনের তরফে পোস্টাল ব্যালটে প্রবীণ নাগরিকদের এই ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। আজ শনিবারই নন্দীগ্রামে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। বয়স্ক মানুষজন নিজেদের বাড়িতে থেকেই ভোট দিয়ে বেজায় খুশি।
advertisement
বাড়িতে বসে ভোট দেওয়ার অভিজ্ঞতা যেমন প্রথম, তেমনই নির্ঝঞ্ঝাটে বাড়িতে বসে ভোট দিতে পেরে নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন বর্ষীয়ান নাগরিকরা।
Sujit Bhowmik
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2021 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Assembly Election 2021: নন্দীগ্রামে আজ থেকেই শুরু হল ভোটগ্রহণ, মমতা-শুভেন্দুর ভাগ্য নির্ধারণে ভোট কারা দিলেন?