ছত্রধরের গ্রেফতারিতে আতঙ্ক, ভোটের আগে ঘরছাড়া নন্দীগ্রামের দাপুটে নেতা আবু তাহের

Last Updated:

নিজে নন্দীগ্রামের বাইরে থাকলেও তার প্রভাব ভোটের প্রস্তুতিতে পড়ছে না বলেই দাবি এই তৃণমূল নেতার৷

#নন্দীগ্রাম: একে ১৪ বছরের পুরনো মামলায় নতুন করে জারি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট৷ তার উপর ছত্রধর মাহাতোর গ্রেফতারিতে আরও বেড়েছে আতঙ্ক৷ আর দুইয়ের জেরে ভোটের আগে ঘরছাড়া নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা আবু তাহের৷ বাড়িতে না থাকলেও পরিবারের উপরে হামলার আশঙ্কা করছেন এই তৃণমূল নেতা৷
কলকাতা হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে জমি আন্দোলন সংক্রান্ত ১৪ বছরের পুরনো এফআইআর-এর উপরে ভিত্তি করে ফের নতুন করে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে শেখ সুফিয়ান, আবু তাহেরদের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করে দু' সপ্তাহের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ পেয়েছেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান৷ কিন্তু আবু তাহেরের উপরে ঝুলছে গ্রেফতারির খাঁড়া৷ শনিবার রাতে জঙ্গলমহলের আর এক তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে এনআইএ গ্রেফতার করায় আবু তাহেরের আশঙ্কা আরও বেড়েছে৷ তাঁর অভিযোগ, বাড়িতে না থাকলেও পর পর চার দিন বাড়িতে হানা দিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
একরকম বাধ্য হয়েই তাই এখন গা ঢাকা দিয়ে আছেন আবু তাহের৷ ফোনে তিনি জানালেন, 'আমি বাড়িতে নেই, তাও পর পর চারদিন রাতে পুলিশ এবং সিআরপিএফ বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে৷ আমার পরিবার ওখানে রয়েছে৷ যদি কোনও সমাজবিরোধী হামলা চালায়, তাই নিয়েও উদ্বেগে রয়েছে৷'
advertisement
তবে নিজে নন্দীগ্রামের বাইরে থাকলেও তার প্রভাব ভোটের প্রস্তুতিতে পড়ছে না বলেই দাবি এই তৃণমূল নেতার৷ নন্দীগ্রামের যুদ্ধ জয়ে মুখ্যমন্ত্রীর বড় ভরসা আবু তাহের৷ এই তৃণমূল নেতার দাবি, তাঁর দেওয়া নির্দেশ অনুযায়ী অনুগামীরা ভোটের যাবতীয় প্রস্তুতি সারছে৷
advertisement
যদিও আবু তাহেরর দাবিকে উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ কোনও সমাজবিরোধী তাঁদের দলের সঙ্গে যুক্ত নয় বলেই দাবি নন্দীগ্রামের বিজেপি নেতাদের৷ তাঁদের দাবি, পুরনো মামলার জেরেই এখন গা ঢাকা দিতে হচ্ছে আবু তাহেরকে৷
Sujit Bhoumik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছত্রধরের গ্রেফতারিতে আতঙ্ক, ভোটের আগে ঘরছাড়া নন্দীগ্রামের দাপুটে নেতা আবু তাহের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement