ছত্রধরের গ্রেফতারিতে আতঙ্ক, ভোটের আগে ঘরছাড়া নন্দীগ্রামের দাপুটে নেতা আবু তাহের

Last Updated:

নিজে নন্দীগ্রামের বাইরে থাকলেও তার প্রভাব ভোটের প্রস্তুতিতে পড়ছে না বলেই দাবি এই তৃণমূল নেতার৷

#নন্দীগ্রাম: একে ১৪ বছরের পুরনো মামলায় নতুন করে জারি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট৷ তার উপর ছত্রধর মাহাতোর গ্রেফতারিতে আরও বেড়েছে আতঙ্ক৷ আর দুইয়ের জেরে ভোটের আগে ঘরছাড়া নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা আবু তাহের৷ বাড়িতে না থাকলেও পরিবারের উপরে হামলার আশঙ্কা করছেন এই তৃণমূল নেতা৷
কলকাতা হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে জমি আন্দোলন সংক্রান্ত ১৪ বছরের পুরনো এফআইআর-এর উপরে ভিত্তি করে ফের নতুন করে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে শেখ সুফিয়ান, আবু তাহেরদের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করে দু' সপ্তাহের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ পেয়েছেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান৷ কিন্তু আবু তাহেরের উপরে ঝুলছে গ্রেফতারির খাঁড়া৷ শনিবার রাতে জঙ্গলমহলের আর এক তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে এনআইএ গ্রেফতার করায় আবু তাহেরের আশঙ্কা আরও বেড়েছে৷ তাঁর অভিযোগ, বাড়িতে না থাকলেও পর পর চার দিন বাড়িতে হানা দিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
একরকম বাধ্য হয়েই তাই এখন গা ঢাকা দিয়ে আছেন আবু তাহের৷ ফোনে তিনি জানালেন, 'আমি বাড়িতে নেই, তাও পর পর চারদিন রাতে পুলিশ এবং সিআরপিএফ বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে৷ আমার পরিবার ওখানে রয়েছে৷ যদি কোনও সমাজবিরোধী হামলা চালায়, তাই নিয়েও উদ্বেগে রয়েছে৷'
advertisement
তবে নিজে নন্দীগ্রামের বাইরে থাকলেও তার প্রভাব ভোটের প্রস্তুতিতে পড়ছে না বলেই দাবি এই তৃণমূল নেতার৷ নন্দীগ্রামের যুদ্ধ জয়ে মুখ্যমন্ত্রীর বড় ভরসা আবু তাহের৷ এই তৃণমূল নেতার দাবি, তাঁর দেওয়া নির্দেশ অনুযায়ী অনুগামীরা ভোটের যাবতীয় প্রস্তুতি সারছে৷
advertisement
যদিও আবু তাহেরর দাবিকে উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ কোনও সমাজবিরোধী তাঁদের দলের সঙ্গে যুক্ত নয় বলেই দাবি নন্দীগ্রামের বিজেপি নেতাদের৷ তাঁদের দাবি, পুরনো মামলার জেরেই এখন গা ঢাকা দিতে হচ্ছে আবু তাহেরকে৷
Sujit Bhoumik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছত্রধরের গ্রেফতারিতে আতঙ্ক, ভোটের আগে ঘরছাড়া নন্দীগ্রামের দাপুটে নেতা আবু তাহের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement