Bengal Election 2021: বঙ্গ ভোটে 'খেলা' শুরু, সতীর্থ জুন মালিয়াকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট পরিচালক রাজের

Last Updated:

Bengal polls 2021, Phase 1 প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু৷ সকাল সকাল বাংলা ও অসমের ভোটাদের উদ্দেশ্যে বার্তা দেন মোদি, অমিত শাহ৷ পশ্চিমবঙ্গে সাধারণ ভোটাদের ভোটমুখী হতে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

#মেদিনীপুর:  বাংলার প্রথম দফার ভোটে ৩০টি আসনে শুরু 'খেলা'! মূলত জঙ্গলমহল এলাকার ভোট আজ৷ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার মোট ৩০টি আসনে ভোট শুরু হয়েছে। ২৯টি আসনে লড়ছে তৃণমূল৷ জয়পুরে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী লড়ছেন৷ বিজেপিও লড়ছে ২৯টি আসনে, বিজেপি সমর্থিত AJSU প্রার্থী লড়ছেন বাগমুন্ডি থেকে৷ আজকের প্রথম দফার ভোটে, লড়ছেন অভিনেত্রী জুন মালিয়া৷ ভোটের সকালে তাঁকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের আর এক প্রার্থী এবং জুনের সতীর্থ পরিচালক রাজ চক্রবর্তী৷ এবারের বাংলার ভোটে ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী রাজ৷ তিনি নিজেও প্রচার নিয়ে ব্যস্ত৷ প্রিয় দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন জুন, রাজরা  ভোটে জিতবেন, প্রচারে সে সেই দাবিই করছেন তাঁরা প্রথম দফা ভোটে জুনকে শুভেচ্ছা জানিয়ে আরও একবার তাঁর মনোবল বাড়িয়ে দিলেন রাজ৷
advertisement
এবারের ভোটে একাধিক প্রার্থী রয়েছেন যাঁরা সংস্কৃতি জগতের৷ তৃণমূল, বিজেপ, সংযুক্ত মোর্চা সব পক্ষেরই একাধিক তারকা প্রার্থী রয়েছে৷ চেনা জনপ্রিয় মুখ, তাই তাঁদের নিয়ে বাড়তি আকর্ষণ রয়েছে সাধারণ মানুষেরও৷ রাস্তায় নেমে মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন তারকা প্রার্থীরা৷ তাঁদের সামনে থেকে পেয়ে খুবই আবেগপ্রবণ হচ্ছেন সাধারণ মানুষ৷ মানুষের জন্য কাজ করবেন, সব তারকা প্রার্থীর মুখে ঘুরে ফিরে উঠে আসছে একই কথা৷
advertisement
advertisement
এবার ভোটে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দিয়েছে প্রতিটি দল৷ সাধারণের কাছে পৌঁছতে ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করেছেন প্রার্থীরা৷ জঙ্গলমহল নিয়ে অভিনব প্রচার তৃণমূল কংগ্রেসের। দিন কয়েক আগেই কার্টুন-সম্বলিত ভিডিও বানিয়ে চমকে দিয়েছে শাসক দল। এমনকি এসেছে সুপার মারিও ভিডিও গেমের আদলে একটি ভিডিও। এবার এল ফাইটার দিদি পার্ট টু। সোশ্যাল মিডিয়ায় ,এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা। সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল। আর এই লড়াইয়ে জোর দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়ের ডিজিটাল টিম। জঙ্গলমহলের চার জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের আসনগুলিই এই নির্বাচনের সবচেয়ে হটসিট। এখানে সরাসরি পেশিশক্তির লড়াই  মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে। সেই কারণেই ক্ষণে ক্ষণে রণকৌশলে চমক।
advertisement
এছাড়া তো মঞ্চ কাঁপানো তৃণমূলের খেলা হবে স্লোগান, সঙ্গে পাল্টা বিজেপির স্লোগানে জমে উঠেছে বাংলার ভোট যুদ্ধ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021: বঙ্গ ভোটে 'খেলা' শুরু, সতীর্থ জুন মালিয়াকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট পরিচালক রাজের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement