TMC vs BJP: ভোটের পরেও দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত, ব্যাপক উত্তেজনা বড়জোড়ায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ভোটের পরও বড়জোড়ায় (Barjora) উত্তেজনা অব্যাহত। দফায় দফায় চলছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
#বড়জোড়া: ভোটের (West Bengal Assembly Election 2021) পরও বড়জোড়ায় (Barjora) উত্তেজনা অব্যাহত। দফায় দফায় চলছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)। বিজেপি কর্মীদের (BJP Supporters) মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের (TMC Supporters) বিরুদ্ধে। এমনকি বিজেপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ জানিয়েছেন কর্মী-সমর্থকরা। বিজেপি (BJP) সমর্থকদের দাবি, তৃণমূলের সমর্থকরা হামলা চালিয়েছে তাঁদের ওপরে।তবে ঘটনার সম্পূর্ণ দায় অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সংঘর্ষ, দাবি তৃণমূলের। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন।
ভোটের পরও বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় উত্তেজনা। তাজপুর গ্রামে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়েই চলেছে। বিজেপি কর্মীদের মারধর ও বিজেপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। দু-পক্ষের সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষের জেরেই এই পরিস্থিতি, এমনই পাল্টা দাবি তৃণমূলের। তৃণমূল-বিজেপির কর্মী-সমর্থকদের এই দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন।
advertisement
উল্লেখ্য, ভোটের দিন দুপুরের পরে আচমকা উত্তজনা ছড়িয়ে পড়েছিল বাঁকুড়ার বড়জোড়ায়। বিধানসভা কেন্দ্রের ভট্টপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ ও ২০৬ নম্বর বুথে ভোট গ্রহণ চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এ দিন বিকালের দিকে একদল গ্রামবাসী ওই বুথে ভোট দিতে যান। ভোট দেওয়া নিয়ে এরপর এলাকার তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হঠাৎ বচসা বেধে যায়। দু’পক্ষের বচসায় গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জমায়েত ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2021 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC vs BJP: ভোটের পরেও দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত, ব্যাপক উত্তেজনা বড়জোড়ায়