West Bengal First Phase Election: প্রথম দফাতেই হাড্ডাহাড্ডি লড়াই, নজরে এই ৮ কেন্দ্র

Last Updated:

দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া- এই পাঁচ জেলার তিরিশটি আসনে শনিবার নির্বাচন হওয়ার কথা৷

#কলকাতা:  জঙ্গলমহলের জেলাগুলি দিয়ে শুরু হচ্ছে রাজ্যের ভোটগ্রহণ পর্ব৷ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ৷ লোকসভা নির্বাচনে গোটা জঙ্গলমহলেই একচেটিয়া দাপট দেখিয়েছে বিজেপি৷ ফলে বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে পায়ের তলার মাটি ফিরে পাওয়ার লড়াই তৃণমূলের৷
যে আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে যেমন তারকা প্রার্থী রয়েছেন, সেরকমই বেশ কয়েকজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে যাঁরা রাজ্য রাজনীতির পরিচিত মুখ৷
দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া- এই পাঁচ জেলার তিরিশটি আসনে শনিবার নির্বাচন হওয়ার কথা৷ যেহেতু দুই মেদিনীপুরে নির্বাচন, ফলে তা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও বড় পরীক্ষা৷ এক নজরে দেখে নেওয়া যাক, প্রথম দফার ভোটে কোন কেন্দ্রগুলি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে৷
advertisement
advertisement
কাঁথি উত্তর এবং কাঁথি দক্ষিণ- এমনিতে এই দুই আসনের প্রার্থীরা কেউই সে অর্থে রাজ্য রাজনীতির পরিচিত মুখ না হলেও অধিকারী পরিবারের গড় হিসেবে এই আলাদা নজরে থাকবে কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ৷ প্রথমে শুভেন্দু অধিকারী এবং দিনকয়েক আগে শিশির অধিকারীর বিজেপি-তে যোগদানের পর গোটা পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে এ রাজ্য তো বটেই, গোটা দেশের রাজনৈতিক মহলেই আলাদা আগ্রহ সৃষ্টি হয়েছে৷ নিজেদের গড় কাঁথির দুই কেন্দ্র শাসক দল তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়াও অধিকারী পরিবারের বড় পরীক্ষা৷
advertisement
রামনগর- শনিবার প্রথম দফার নির্বাতনে নজরে থাকবে পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রটি৷ যে কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল নেতা অখিল গিরি৷ শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পর জেলায় তৃণমূলের সংগঠনকে ধরে রাখতে অখিলবাবুর উপরেই বড় ভরসা করছে দল৷
মেদিনীপুর- এই কেন্দ্র থেকে এবার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্য রাজনীতিতে বরাবরই আলাদা গুরুত্ব রয়েছে মেদিনীপুরের৷ জুন মালিয়া প্রার্থী হওয়ায় এই কেন্দ্রটিকে ঘিরে আমজনতার আগ্রহ আরও বেড়ে গিয়েছে৷
advertisement
শালবনি- বরাবর গড়বেতা থেকে লড়লেও এবার শালবনি কেন্দ্র থেকে লড়ছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শালবনি কেন্দ্রের দু' বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতো৷ কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষ রাজ্য বিধানসভায় প্রত্যাবর্তন ঘটাতে পারেন কি না, তা নিয়েও আগ্রহ তুঙ্গে৷
ঝাড়গ্রাম- এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী সাঁওতালি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিরবাহা হাঁসদা৷ এর আগে ঝাড়খণ্ডে নির্বাচনে লড়লেও জয়ের মুখ দেখেননি বিরবাহা৷ ঝাড়গ্রামে তাঁর শিঁকে ছেঁড়ে কি না, তা জানা যাবে ২ মে৷ বিজেপি এবং শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি ঝাঁড়গ্রামেও অবশ্য কঠিন পরীক্ষা বিরবাহার৷
advertisement
বলরামপুর- পুরুলিয়ার বলরামপুর কেন্দ্র থেকে এবারও লড়ছেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো৷ লোকসভা নির্বাচনে পুরুলিয়া জুড়ে বিজেপি-র দাপটের পর নিজের বিধানসভা ধরে রাখার চ্যালেঞ্জ শান্তিরাম মাহাতোর কাছে৷
জয়পুর- মনোনয়ন পত্রে ভুল থাকায় এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোয়নই বাতিল হয়ে যায়৷ সেই কারণেই চর্চায় চলে আসে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রটি৷ এই কেন্দ্রে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও-কে সমর্থন করছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal First Phase Election: প্রথম দফাতেই হাড্ডাহাড্ডি লড়াই, নজরে এই ৮ কেন্দ্র
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement