#নন্দীগ্রাম: বাংলা দখলের এপিসেন্টার এখন একটা মাত্র কেন্দ্র, সব নজর সেই নন্দীগ্রামে। বঙ্গ নির্বাচনের ব্যাটেলফিল্ড হতে চলেছে পূর্ব মেদিনীপুরের এই আসন। কারণ একটাই, যুযুধান দুই প্রতিদ্বন্দ্বীর নাম তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী। আগামী ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। কিন্তু তার আগে মমতা শুধু নন্দীগ্রামে আটকে নেই, নিজের ভোটে লড়ার কেন্দ্রে আহত হওয়ার পর হুইল চেয়ারে করেই গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন তিনি। তোপ দাগছেন বিজেপির উদ্দেশে। নিজে নন্দীগ্রামে দাঁড়ালেও বাংলার ২৯৪ কেন্দ্র তিনি নিজেই প্রার্থী বলে দাবি করছেন। আর মমতা যখন তৃণমূলের একমাত্র মুখ হয়ে গোটা রাজ্য দাপাচ্ছেন, শুভেন্দু তখন কার্যত আটকে আছেন নন্দীগ্রামেই।
বিজেপিতে যোগ দেওয়া ইস্তক রাজ্যের বিভিন্ন প্রান্ত দলের হয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছিলেন শুভেন্দু। কিন্তু গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে গিয়ে ওই আসন থেকে নিজে দাঁড়ানোর কথা ঘোষণা করেন মমতা। 'খেলা' ঘুরে যায় তখনই। শুভেন্দুর নাম তখনও ওই কেন্দ্রে বিজেপি ঘোষণা না করলেও প্রেস্টিজ ফাইটের কারণে অধিকারী পরিবারের সদস্যকে নন্দীগ্রামেই প্রার্থী করতে হত বিজেপিকে। বাস্তবে হয়েছেও তাই। কিন্তু নিজের কেন্দ্রে নজর দিতে গিয়ে শুভেন্দু প্রায় আটকে গিয়েছেন নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরেই। মমতা যখন আহত হওয়ার পর থেকে এখনও নন্দীগ্রামমুখো হননি, তখন শুভেন্দু শুধু সোমবারই ৯টি সভা করবেন নন্দীগ্রামে।
Tomorrow (March 22), will be participating in different campaign events of the @BJP4Bengal. Looking forward to the interaction with the great People of West Bengal, and I hope to see you there! Do attend the events in massive numbers... pic.twitter.com/7LkCMHOVGE
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 21, 2021
অপরদিকে, তৃণমূল সূত্রের দাবি করা হয়েছে নির্বাচনী প্রচারের শেষ দিকে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ ও ৩০ শে মার্চ নন্দীগ্রামে থেকে একাধিক সভা মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তত এমনটাই তৃণমূল নেতৃত্বের দাবি করা হয়েছিল। কিন্তু খোদ মমতা জানিয়েছেন, দোলের দিন বিকেল অর্থাৎ ২৮ মার্চ বিকেল থেকে নন্দীগ্রামেই থাকবেন তিনি। সম্প্রতি খেজুরির জনসভা থেকেই মমতা বলেন, "দোলের দিন বিকেল থেকেই আমি নন্দীগ্রামে থাকব।"
মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনই নন্দীগ্রামে আহত হয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই ঘটনা নিয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্য প্রশাসন তদন্ত করে রিপোর্ট জমা দিলেও তৃণমূল নেত্রী অবশ্য এখনও চক্রান্তের তত্ত্বেই অনড়। তারপর থেকেই প্রত্যেকটির জনসভা থেকেই নন্দীগ্রামে তাঁকে যে আঘাত করা হয়েছে, তা নিয়ে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয় পূর্ব মেদিনীপুরের একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে কার্যত টার্গেট করে একের পর এক অভিযোগ তুলতে শুরু করেছেন তৃণমূল নেত্রী। কিন্তু তাঁর সব নজরে শুধুই নন্দীগ্রাম নেই, আছে গোটা বাংলা।
রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু আগে নিজের কেন্দ্রেই জয় নিশ্চিত করতে চাইবেন। তাই এই মুহূর্তে নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকা ছেড়ে তাঁর পক্ষে বেরোনো সম্ভব নয়। সেইসঙ্গে নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। যা রীতিমতো বিড়ম্বনার। তাই আপাতত নিজের কেন্দ্রের জনসংযোগেই নজর দিতে হচ্ছে শুভেন্দুকে। কিন্তু মমতার ক্ষেত্রে তা সম্ভব নয়। তৃণমূলকে ক্ষমতায় আনতে তিনিই একমাত্র মুখ। তাই মমতার হুইল চেয়ার যখন ঘুরে বেড়াচ্ছে বাংলার কোণায়-কোণায়, শুভেন্দুর নজরে কেবলই নন্দীগ্রাম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Suvendu Adhikari, West Bengal Assembly Election 2021