Nandigram: নন্দীগ্রামের গড় রক্ষায় জমি আঁকড়ে মমতা, ভোট দিলেন শুভেন্দু

Last Updated:

নন্দীগ্রামে ভাগ্যপরীক্ষার দিনে মাটি কামড়ে পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#নন্দীগ্রাম: সিপিআইএম-এর ৯ বারের জেতা আসনে খেলার হিসেব বদলে দিয়েছিলেন তিনি। আজ আরও একবার ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে তাঁর দল, আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভাগ্যপরীক্ষার দিনে মাটি কামড়ে পড়ে রয়েছেন। এমনকি বিকেলে কলকাতা ফেরার সিদ্ধান্তও বাতিল করেছেন। ময়দানে রয়েছেন তাঁর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। সজাগ দৃষ্টি রয়েছে নন্দীগ্রামের জন্য তৈরি করা তাঁর বিশেষ দলেরও। অন্য দিকে শুভেন্দু অধিকারী নিজে সকাল সকাল নন্দনায়কবাড় প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্র থেকে ভোট দিলেন, নন্দীগ্রামে এটাই প্রথমবার ভোটদান তাঁর।
এদিন সকাল থেকেই নন্দীগ্রামের গোকুলনগর, খোদামবাড়ি, বয়াল প্রভৃতি অঞ্চল থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। ২৪৭,২৪৮ নং বুথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ ওঠে। খোদামবাড়ির ১০৫ নম্বর বুথ থেকে অভিযোগ আসে বিমল সাহু নামক তৃণমূলের এক বুথ এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেয়নি বিজেপির দুষ্কৃতীরা। তাঁর গোটা বাড়িকে শাসিয়ে আসা হয়েছে। ,তৃণমূলের অভিযোগ বয়াল অঞ্চলেও ভোটারদের সন্ত্রস্ত করে রেখেছে বিজেপি। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এসেছে ৫২-৫৩ নং বুথ থেকেও। অভিযোগ বিজেপি কর্মীরা দুর্বৃত্তায়ন চালালেও সিআরপিএফ ব্যবস্থা নিচ্ছে না।
advertisement
উল্লেখ্য, ভোটের আগের রাতে আমদাবাদের ১৫৪ নম্বর বুথ এলাকায় বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও উঠেছে। বোমাবাজির অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। এদিন সকাল সকাল ভোট দিয়েই শুভেন্দু অধিকারী ফলাও করে ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বহু বুথে এজেন্ট দিতে পারেনি।
advertisement
এই অবস্থায় একটু বেলা গড়ালে হয়তো রাস্তায় নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই চষে দেখতে পারেন জমি আন্দোলনের মাটি। ২০১৬ বিধানসভা ভোটে বিজেপি এখানে ৫ শতাংশের কিছু ভোট পেয়েছিল। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে তা বেড়ে প্রায় ৩৬.৯২ শতাংশ হয়ে যায়। যদিও তৃণমূল তারপরেও প্রায় ১৪ শতাংশের লিড ধরে রাখতে পেরেছিল। এগিয়ে ছিল অন্তত ২০০ আসনে। সেই পালের হাওয়া কি ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? নাকি শুভেন্দু অধিকারীর চলে যাওয়াটা রাহুর গ্রাস হয়ে উঠবে, জানতে অপেক্ষমান গোটা বাংলা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামের গড় রক্ষায় জমি আঁকড়ে মমতা, ভোট দিলেন শুভেন্দু
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement