West Bengal Election 2021 phase 1: সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ! কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিজেপি নেতা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
তৃণমূল যদিও অভিযোগ ঝেড়ে ফেলছে। সূত্রের খবর, ঘটনায় সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিং আহত হয়েছেন।
#দক্ষিণ কাঁথি: ভোটের সকালে সরগরম শুভেন্দু-গড়। এবার সাবাজপুটে সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে এল। অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই। তৃণমূল যদিও অভিযোগ ঝেড়ে ফেলছে। সূত্রের খবর, ঘটনায় সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিং আহত হয়েছেন।
কিন্তু কেন আক্রমণ হবে সৌমেন্দুর গাড়িতে? বারংবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছে তাদেরই। তাহলে অগ্নিপরীক্ষায় নেমে অন্য সুর কেন! সৌমেন্দুর অভিযোগস সাবাজপুট এলাকায় তিনটে বুথে রিগিং চলছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনী নিস্ক্রিয় হয়েছিল।সৌমেন্দুর কথায়, 'কেন্দ্রীয় বাহিনী ম্যানেজ হয়ে গিয়েছে।' এই সময়ে তিনি সাবাজপুটে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে আসেন। প্রসঙ্গত সৌমেন্দু নির্বাচনী এজেন্ট, তিনি যে কোনও জায়গায় যেতে পারেন বৈধ ভাবেই। কিন্তু অভিযোগ সৌমেন্দু সাবজপুটে পৌঁছতেই তাঁকে বাধা দেওয়া হয়। বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। এই সময়েই ভাঙচুর চলে তাঁর গাড়িতে। ঘটনার কারণে সৌমেন্দু ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় বাহিনীর দিকেই।
advertisement
তৃণমূল অবশ্য বলছে, দল হারবে বুঝেই দোষ চাপাচ্ছেন সৌমেন্দু। এমনকি সৌমেন্দুর নাম নিয়ে বলা হচ্ছে, গতকাল রাতে কাঁথি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে টাকা দিতে ঢুকেছিলেন। জনরোষে তাঁকে ফিরে আসতে হয়।
advertisement
প্রসঙ্গত পাঁচটি জেলায় ভোট হলেও এই দফায় পাখির চোখ শুভেন্দু-গড় দক্ষিণ কাঁথি। সকাল থেকেই নানা অভিযোগ আসছে সেখান থেকে। ১৭২ নং বুথে মাজনা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে আজ দীর্ঘক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছিল বিস্ফোরক অভিযোগে। তৃণমূল সমর্থকরা দাবি করেন, দলীয় প্রতীকে ভোট দিলেও ভোট পড়ে পদ্মে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভ সামলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় সকাল দশটায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2021 12:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021 phase 1: সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ! কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিজেপি নেতা