Weather Alert: আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা বেশ কয়েকটি জেলার জন্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুরলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলায় এ দিন সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুরলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলায় এ দিন সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে৷ একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার জন্য৷ বিকেল ৫.১০ থেকে ঘণ্টা দুয়েকের মধ্যে পশ্চিম বর্ধমান জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷
advertisement
গত এক সপ্তাহ ধরেই প্রায় রোজই রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ধের পর কালবৈশাখী ঝড় হয়েছে৷ যার জেরে প্রবল গরম থেকে খানিকটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ৷ এ দিন কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দুপুরের পর থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও আকাশি কিছুটা মেঘলা ছিল৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2021 6:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Alert: আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা বেশ কয়েকটি জেলার জন্য