#কলকাতা: রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷ তবে এই তালিকায় কলকাতা বা সংলগ্ন কোনও জেলা নেই৷ মূলত রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুরলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলায় এ দিন সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে৷ একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার জন্য৷ বিকেল ৫.১০ থেকে ঘণ্টা দুয়েকের মধ্যে পশ্চিম বর্ধমান জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷
গত এক সপ্তাহ ধরেই প্রায় রোজই রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ধের পর কালবৈশাখী ঝড় হয়েছে৷ যার জেরে প্রবল গরম থেকে খানিকটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ৷ এ দিন কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দুপুরের পর থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও আকাশি কিছুটা মেঘলা ছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Report