হোম /খবর /মেদিনীপুর /
বিরবাহার বিক্ষোভে লালগড় থেকে ফিরলেন শুভেন্দু, চ্যালেঞ্জ ছুড়ে এলেন বিজেপি নেতা

বিরবাহার বিক্ষোভে লালগড় থেকে ফিরলেন শুভেন্দু, চ্যালেঞ্জ ছুড়ে এলেন বিজেপি নেতা

বিরবাহার বিক্ষোভে ফিরতে হল শুভেন্দুকে৷

বিরবাহার বিক্ষোভে ফিরতে হল শুভেন্দুকে৷

সাঁওতালি সিনেমার জনপ্রিয় নায়িকা বিরবাহাকে এবারই ঝাড়গ্রাম কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল৷

  • Last Updated :
  • Share this:

#লালগড়: ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদার বিক্ষোভের জেরে ফিরে যেতে হল শুভেন্দু অধিকারীকে৷ বিরবাহার অভিযোগ, বিনা অনুমতিতে লালগড়ের রামগড়ে সভার আয়োজন করে বিজেপি৷ সেই সভায় যোগ দেওয়ার জন্য রামগড়েও আসেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু তৃণমূল প্রার্থী এবং কর্মী- সমর্থকদের বিক্ষোভের জেরে তাঁকে সভায় যোগ দিতে দেয়নি পুলিশ প্রশাসন৷ ফিরে যাওয়ার আগে শুভেন্দু অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে যান, ২ মে ফল ঘোষণার পর রামগড়েই প্রথম সভা করবেন তিনি৷

তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদার অভিযোগ, অনুমতি ছাড়াই একের পর এক সভা করছে বিজেপি৷ পুলিশ- প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তিনি৷ তাঁর দাবি, তৃণমূলকে সভা করার অনুমতিই দেওয়া হচ্ছে না৷ তাঁর অভিযোগ এ দিনও অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলকে রামগড়ে সভা করতে দেয়নি প্রশাসন৷ অথচ সেই রামগড়েই অনুমতি না নিয়েই এ দিন সভা করেছে বিজেপি৷ এমন কি শুভেন্দু অধিকারীকে নিয়ে বাইক মিছিলও হয়৷ এরই প্রতিবাদে এ দিন বিকেলের পর শেষ পর্যন্ত তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন বিরবাহা হাঁসদা৷

ওই সময় শুভেন্দু অধিকারী রামগড়ে বিজেপি-র সভায় যোগ দিতে গেলে তাঁকে আটকে দেয় পুলিশ৷ উত্তেজনা সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও৷ শেষ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করার পর রাস্তায় দাঁড়িয়েই বক্তব্য রেখে ফিরে যান শুভেন্দু৷ বিজেপি নেতা অবশ্য দাবি করেন, ২ মে ফল বেরনোর পর ৩ তারিখই এই রামগড়ে এসে সভা করবেন তিনি৷

সাঁওতালি সিনেমার জনপ্রিয় নায়িকা বিরবাহাকে এবারই ঝাড়গ্রাম কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল৷ অন্যদিকে লালগড়ে যথেষ্ট প্রভাব রয়েছে শুভেন্দু অধিকারীর৷ লোকসভা নির্বাচনে গোটা জঙ্গলমহলেই ভাল ফল করেছে বিজেপি৷ ফলে ঝাড়গ্রামেও এবার হাড্ডাহাড্ডি লড়াই৷ নিজের কথা মিলিয়ে সত্যিই শুভেন্দু অধিকারী ফল প্রকাশের পর লালগড়ে এসেই বিজয়োৎসব করতে পারেন কি না, সেটাই এখন দেখার৷

Raju Singh

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Suvendu Adhikari, TMC, West Bengal Assembly Election 2021