West Bengal Election 2021 Phase 2: অশান্ত কেশপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী, ছাড় পেল না সংবাদমাধ্যমও

Last Updated:

কেশপুরে (Keshpur) ‘আক্রান্ত’ বিজেপি (BJP Candidate) প্রার্থী প্রীতিশরঞ্জন কোনার। লাঠি, লোহার রড নিয়ে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার (Attack) অভিযোগ।

#কেশপুর: কেশপুরে (Keshpur) ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী (BJP Candidate) প্রীতিশরঞ্জন কোনার। লাঠি, লোহার রড নিয়ে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। ভাঙচুর করা হয়েছে গাড়ি। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। বিধানসভা ভোটের দ্বিতীয় দফার (West Bengal Assembly Election 2021 phase 2) ভোটগ্রহণ চলছে। রাজ্যের ৪ জেলার ৩০ আসনের মধ্যে আজ কেশপুরে ভোট গ্রহণ। তবে ভোট শুরুর আগে রাত থেকেই কেশপুরে আগে থেকেই হিংসা ও অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে। খুন হন এক তৃণমূল কর্মী (TMC Worker)। খুনের (Murder) অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনার নির্বাচন কমিশন (Election Commission) রিপোর্ট তলব করেছে। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।
বুথ জ্যাম করা হচ্ছে, ভটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে অভিযোগে কেশপুরের গুণহারা গ্রামে যান বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনার। অভিযোগ,  সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে ধরে ধারাল অস্ত্র, বাঁশ, ইট, লোহার রড দিয়ে হামলা চালানো হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
এ দিকে, বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার আগে বিজেপির নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ‘ভাঙচুর’ করে দুষ্কৃতীরা। সেক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের জন্য আঙুল তুলেছে বিজেপি। তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ দিন বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আসার পরে কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা বলেন, "সবটাই মিথ্যা। সবটাই সাজানো নাটক। ওরা নিজেরাই নিজেদের কর্মীদের খুন করেছে। সন্ত্রাস তৈরি করার জন্য ওরাই এই ঘটনা ঘটাচ্ছে। গত রাতে আমার এক কর্মীকে খুন করেছে। পুরোটাই নাটক করছে। পুরোটাই সাধারণ মানুষের সেন্টমেন্ট পাওয়ার জন্য পরিকল্পনা মাফিক তৈরি করা।"
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021 Phase 2: অশান্ত কেশপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী, ছাড় পেল না সংবাদমাধ্যমও
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement