West Bengal Assembly Election 2021: সময় নষ্ট নয়, আজ থেকেই নন্দীগ্রাম সফর শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Last Updated:

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) জানিয়েছেন, "১ তারিখ এপ্রিল ফুল বানিয়ে দিন পদ্ম ফুলকে।" যদিও শুভেন্দু-শিশিরের (Suvendu Adhikary) দাবি মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হবেন এই বিধানসভা ভোটে (Bengal Election 2021)।

#নন্দীগ্রাম: ভোটের দিন নন্দীগ্রামে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা ভোটের পরের দিন, ২৮ মার্চ থেকে, ফের নন্দীগ্রাম (Nandigram) সফরে যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর আজ, ২৮ তারিখ থেকে আগামী ৩০ তারিখ অবধি তিনি নন্দীগ্রাম সফর করবেন। ৩০ তারিখ প্রচারের শেষ দিন। সেই দিন অবধি তিনি নন্দীগ্রামেই থাকবেন। ১লা এপ্রিল ভোটের (West Bengal Assembly Election 2021) দিন তিনি নন্দীগ্রামে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পূর্ব মেদিনীপুর সফর ছিল গত ১৯ তারিখ থেকে। ওই দিন থেকে তিনি প্রায় ৯'টি সভা করেছেন পূর্ব মেদিনীপুর জুড়ে। এগরা, পটাশপুর, তমলুকে, কাঁথি, হলদিয়া, নন্দকুমার সহ একাধিক জায়গায় তিনি সভা করেছেন। নয়া সূচি অনুযায়ী তিনি আজ নন্দীগ্রাম আসছেন। দোলের দিন বিকেলে তাঁর হাজির হবার কথা রয়েছে নন্দীগ্রামে। ২৮ তারিখ থেকে তাঁর সভা করার পরিকল্পনা আছে। নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ও দুটি রোড শো করতে পারেন বলে সূত্রের খবর। এছাড়া বেশ কিছু গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
আজ দুপুর ১:৩০ নাগাদ তাঁর সভা করার কথা আছে চন্ডিপুরে। সেখান থেকে সভা করে তিনি যাবেন নন্দীগ্রামে। আগামী ৩ দিন ধরে তিনি নন্দীগ্রামেই থাকবেন। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করে দিয়েছেন। গত ৯ ও ১০ মার্চ তিনি নন্দীগ্রামে একাধিক মন্দির, পীরস্থান পরিদর্শন করেন। এমনকি নন্দীগ্রামে একটি সভাও করেন তিনি। যদিও এই সফরের মাঝেই গত ১০ তারিখ তিনি নন্দীগ্রামে আহত হন। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তার পায়ে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। সেই আঘাতের পরেও চিকিৎসকদের ৪৮ ঘণ্টার পরামর্শ নেওয়ার বিষয়কে দূরে সরিয়ে রেখে তিনি প্রচারে নেমে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোট নিয়ে অবশ্য রাজ্য রাজনীতিতে চলছে ব্যাপক চাপানউতোর। এসবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রচার করতে যাচ্ছেন নন্দীগ্রামে।
advertisement
ইতিমধ্যেই ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে চেপেই তিনি নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন। গত দুই সপ্তাহ আগে নন্দীগ্রাম  সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ফের প্রচার করবেন সেখানে। নন্দীগ্রামের ২ ব্লকে তিনি মিছিল করবেন বলে জানিয়েছিলেন। নন্দীগ্রাম আসনে দ্বিতীয় দফায় ভোট হলেও সকলের নজরে এই কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ এই আসনে বিজেপির শুভেন্দু অধিকারী এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই পাল্টা হুইল চেয়ারে চেপেই নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "১ তারিখ এপ্রিল ফুল বানিয়ে দিন পদ্ম ফুলকে।" যদিও শুভেন্দু-শিশিরের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হবেন এই বিধানসভা ভোটে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Assembly Election 2021: সময় নষ্ট নয়, আজ থেকেই নন্দীগ্রাম সফর শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement