'মুকুল রায় অন্তত জানে', শুভেন্দুকে প্যাঁচে ফেলতে মমতার মুখে প্রাক্তন সঙ্গীর নাম

Last Updated:

এ দিন মুখ্যমন্ত্রী একের পর এক পুরনো ঘটনার উল্লেখ করে অধিকারী পরিবারের অস্বস্তি বাড়ানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

নন্দীগ্রামে গিয়ে এ দিন গোটা অধিকারী পরিবারকেই তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ বিশেষত তাঁর নিশানায় ছিলেন শুভেন্দু এবং শিশির অধিকারী৷ প্রাক্তন দুই তৃণমূল নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে থাকেন তৃণমূলনেত্রী৷ মমতা এ দিন দাবি করেন, শিশির- শুভেন্দুর সহযোগিতাতেই ২০০৭ সালে পুলিশ ঢুকেছিল নন্দীগ্রামে৷ এই প্রসঙ্গেই মমতা দাবি করেন, নন্দীগ্রামে জমি বিরোধী আন্দোলন যখন চলছিল, তখন ১৫ দিন বাড়ি থেকে বেরোননি শিশির এবং শুভেন্দু অধিকারী৷
advertisement
১৪ বছর আগে নন্দীগ্রামের ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, 'সেদিন কোনও বাপও ছিল না, ব্যাটাও ছিল না, জ্যাঠাও ছিল না৷ আমি আমার মায়ের নাম নিয়ে বলছি, সেদিন ওরা কেউ ছিল না৷ কেউ বেরোয়নি৷ এর পর আমি কল্যাণকে বলে হাইকোর্টে মামলা করালাম৷ যাতে সিবিআই ঢুকলে নন্দীগ্রামের মানুষগুলো বাঁচে৷'
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'সূর্যোদয় হলো মনে আছে আপনাদের কালীপুজোর পরে৷ সেদিন আমি কালীপুজোয়া বাড়ি যেতে পারিনি৷ আমার মা আমার উপরে খুব রাগ করল৷ নন্দীগ্রাম থেকে তখন সুফিয়ান, মহাদেবরা ফোন করে গুলির আওয়াজ শোনাচ্ছে৷ তার পর যেই শুনলাম অত গুলো লোককে মেরে ফেলেছে, আমি মারপিট, ঝগড়া করতে করতে নন্দীগ্রামে এসে ঢুকেছিলাম৷ তাই সেদিন নন্দীগ্রাম বেঁচেছিল৷ লক্ষ্মণ শেঠ আর বিজেপি-র হার্মাদরা, তখন সব সিপিএম করত, রাস্তাঘাট সব দখল করে রেখে দিয়েছিল৷ এর পরে যদি আমাকে কেউ বলে আমি বহিরাগত আর তারা ভূমিপুত্র! জিজ্ঞেস করুন, জমি আন্দোলন- অপারেশন সূর্যোদয়ের সময় কোথায় ছিলে? ১৫ দিন বাড়ি থেকে বেরোওনি৷ আজকে আমাকে ভুলে যান, বিজেপি নেতা মুকুল রায়কে গিয়ে জিজ্ঞেস করুন৷ সে অন্তত জানে, যদি সত্যি কথা বলে৷ '
advertisement
এ দিন মুখ্যমন্ত্রী একের পর এক পুরনো ঘটনার উল্লেখ করে অধিকারী পরিবারের অস্বস্তি বাড়ানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, শিশির অধিকারীকে কেন্দ্রীয় মন্ত্রী করায় ক্ষোভে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি শুভেন্দু৷ আর পুরনো কথা টেনে এনে মুকুল রায়কে সাক্ষী রেখে বিজেপি-র অস্বস্তিও বাড়িয়ে দিলেন মমতা৷ এ দিন থেকেই নন্দীগ্রামে ঘাঁটি গাড়লেন মুখ্যমন্ত্রী৷ আগামী ১ এপ্রিল ভোট পর্যন্ত সেখানেই থাকবেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মুকুল রায় অন্তত জানে', শুভেন্দুকে প্যাঁচে ফেলতে মমতার মুখে প্রাক্তন সঙ্গীর নাম
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement