Mamata Banerjee in Nandigram: ভাঙা পায়েই উঠে দাঁড়ালেন মমতা, গাইলেন জাতীয় সঙ্গীত

Last Updated:

নিজের নিরাপত্তারক্ষী এবং দলীয় সহকর্মীদের সাহায্যেই উঠে কোনওমতে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন মুখ্যমন্ত্রী৷

#নন্দীগ্রাম: গত ১০ মার্চ নন্দীগ্রামে পায়ে চোট লেগেছিল৷ তাঁর পর থেকে হুইলচেয়ারে বসেই বাংলার এক প্রান্ত থেকে আর প্রান্ত ঘুরে সভা করেছেন তিনি৷ এবার সেই নন্দীগ্রামের টেঙ্গুয়ার জনসভায় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ভাঙা পা নিয়ে একা উঠে দাঁড়ানো সম্ভব হয়নি মুখ্যমন্ত্রীর পক্ষে৷ নিজের নিরাপত্তারক্ষী এবং দলীয় সহকর্মীদের সাহায্যেই উঠে কোনওমতে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন মুখ্যমন্ত্রী৷
আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট৷ তার আগে এ দিন শেষবেলার প্রচারে একাই ঝড় তোলেন মুখ্যমন্ত্রী৷ একদিকে যখন শুভেন্দু অধিকারীর হয়ে রোড শো করেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তীরা, তখন হুইলচেয়ারে বসেই ভাঙাবেড়া থেকে সোনাচূ়ড়া পর্যন্ত প্রথমে রোড শো করেন তৃণমূলনেত্রী৷ এর পর তিনটি জনসভা করেন তিনি৷ টেঙ্গুয়ার সভাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন মুথ্যমন্ত্রী৷ তার পরই তাঁকে সাহায্য়ে এগিয়ে আসেন মঞ্চে উপস্থিত অন্যান্য়রা৷ মমতাকে উঠে দাঁড়াতে সাহায্য করতে দেখা যায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে৷  যদিও তাঁকে সাহায্য না করে হাত জোড় করে যথাযথ ভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য় তাঁর এক সহকর্মীকে নির্দেশ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'হাত জোড় করে জাতীয় সঙ্গীত গাও৷ আমি ঠেস দিয়ে আছি, পড়ব না৷' এর পর এক পায়ে হুইলচেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়েই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে গলা মেলান দলীয় নেতা- কর্মীরা৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের আঘাত নিয়ে প্রথম থেকেই বিরোধী দলের বেশ কয়েকজন নেতা কটাক্ষ করেছেন৷ সোমবারও মমতার পায়ের চোট আদৌ কতটা গুরুতর, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী অবশ্য বার বারই বোঝানোর চেষ্টা করেছেন, পায়ের ব্যথায় কতখানি কষ্ট পাচ্ছেন তিনি৷ তিনি আরও বলেছেন, মানুষের স্বার্থেই এভাবে পায়ে প্লাস্টার নিয়ে প্রচারে বেরোতে বাধ্য হয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee in Nandigram: ভাঙা পায়েই উঠে দাঁড়ালেন মমতা, গাইলেন জাতীয় সঙ্গীত
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement