#পূর্ব মেদিনীপুর: ক্ষমতায় এলে দ্বিগুণ হবে শিক্ষক নিয়োগ। আজ এগরার সভামঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি শিক্ষক নিয়োগ নিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর থেকেই টেট পরীক্ষা ও শিক্ষক নিয়োগ নিয়ে বার বার মমতাকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন দলবদলু নেতা। আজ এগরা থেকে তাই মমতা শিক্ষক নিয়োগে আশ্বাস দেওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হুইল চেয়ারে বসেই সেই পুরনো মেজাজে মমতা এদিন বলছেন, "টিচার দ্বিগুণ নেওয়া হবে। সংখ্যা ডবল করা হবে।" এর পরে সেই শুভেন্দুকেই কটাক্ষ করে তিনি বলছেন, "আগে যারা গদ্দাররা ছিল অনেকের সঙ্গে অনেক বেইমানি করেছে আমি জানি৷ এবাক ডিরেক্ট নিয়োগ হবে৷"
তবে মমতার এই আশ্বাস বাণীকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মমতা এই মন্তব্যকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন। তবে আজকের সভায় বার বার নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেছেন মমতা। তিনি বলছেন, "অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি। তারাই আজ গদ্দারি করেছে। এই গদ্দারদের আমি এক ইঞ্চি জমিও ছাড়ব না।"
সেই শুভেন্দু অধিকারীর সঙ্গেই মুখোমুখি যুদ্ধ করছেন এবার তৃণমূল নেত্রী। নিজের কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামকেই ব্যাটলফিল্ড করে তুলেছেন তিনি। তবে তাঁর কথায় সারা বাংলাই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, "আমি নন্দীগ্রাম থেকে ভোটে লড়াই করছি। অনেকেই বলেছিল এত দূরে কেন এলাম। আমি শুধু তাদের মনে করিয়ে দিতে চাই। কাছে, দূরে বলে কিছু নেই। এই বাংলার সবটাই আমি।"