ভবানীপুরকে সাজিয়েই নন্দীগ্রামে এসেছেন, বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মমতা

Last Updated:

এ দিন নন্দীগ্রামের সভায় শুরু থেকেই শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী৷

এ দিন নন্দীগ্রামের সভায় শুরু থেকেই শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী৷ তিনি বলেন, 'বলছে কাউকে হারানোর জন্য নাকি আমি নন্দীগ্রামে এসেছি৷ আমার বয়ে গিয়েছে৷ আমি পশ্চিমবঙ্গের মুখ্যন্ত্রী৷ যে কোনও কেন্দ্র থেকে আমি দাঁড়াতে পারি৷ ভবানীপুর আমার প্রিয় কেন্দ্র৷ তাহলে কেন এসেছি নন্দীগ্রামে? কারণ নন্দীগ্রামের মানুষ আমাকে সেদিন উৎসাহিত করেছেন এখানে দাঁড়ানোর জন্য৷ আপনারা বলেছেন দাঁড়াও৷ সব জাতীয়, আন্তর্জাতিক, সংবাদমাধ্যম এখানে চলে এসেছে৷ আমি এটাই চেয়েছিলাম আমার সাধের নন্দীগ্রাম, সিঙ্গুর এক নম্বরে চলে যাক৷ আমি নন্দীগ্রাম, সিঙ্গুরের ভূমি আন্দোলনের কাছে ঋণী৷ আগামী পাঁচ দিন আমি নন্দীগ্রামে থাকব৷ এই আমি পাঁচদিন ভবানীপুরে থাকলে ২০টি মিটিং করতে পারতাম৷ মানে ২০টি বিধানসভা কেন্দ্র কভার করতে পারতাম৷ সব বাদ দিয়ে নন্দীগ্রামে এসেছি নন্দীগ্রামের ভূমি আন্দোলনকে প্রণাম, সেলাম জানানোর জন্য৷'
advertisement
এর পরই ভবানীপুরের তুলনা টানেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'ভবানীপুরে গিয়ে দেখেছেন তো, প্রত্যেকটা পার্ক, বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা গাছ কীভাবে সাজিয়ে দিয়েছি? আপনাদের এখানে দোকান থেকে রাস্তাঘাট সাজানোর দায়িত্ব আমার৷ নিশ্চিন্ত থাকুন, নন্দীগ্রামকে আমি মডেল টাউন হিসেবে গড়ে তুলব৷'
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, কালীঘাটে তাঁর বাড়িতে সিএমও রয়েছে৷ তিনি না থাকলেও যে কেউ গিয়ে সেখানে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন৷ নন্দীগ্রামেও তিনি একই ধরনের অফিস করে দেবেন বলেও আশ্বস্ত করেছেন মমতা৷ পাশাপশি তিনি জানান, কালীঘাটের মতোই নন্দীগ্রামেও একটি বাড়ি করতে চান তিনি৷ তবে আপাতত রেয়াপাড়ার একটি একতলা ভাড়া বাড়িতে দু'টি ঘর নিয়ে থাকছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ১ এপ্রিল ভোট মেটার পর নন্দীগ্রাম থেকেই শিলিগুড়িতে প্রচারের জন্য রওনা দেবেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভবানীপুরকে সাজিয়েই নন্দীগ্রামে এসেছেন, বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মমতা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement