Nandigram: 'গেস্ট হাউজে জড়ো হচ্ছে ভিন রাজ্যের পুলিশের পোশাক!' নন্দীগ্রাম-আকাশে আশঙ্কার মেঘ

Last Updated:

শুভেন্দুকে কোনঠাসা করতে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন মমতা। বলছেন, 'নন্দীগ্রাম গণহত্যার সময় পুলিশ ঢুকিয়েছিল গদ্দাররা। সিপিএম কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও কেস দেয়নি।'

#নন্দীগ্রাম: হটসিট নন্দীগ্রাম। আর সেই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ মুহূর্তের প্রচার যুদ্ধে শুভেন্দু আর মমতা রীতিমতো ইঞ্চিতে-ইঞ্চিতে লড়ছেন। আর সেই লড়াইয়েই শুভেন্দুকে কোনঠাসা করতে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন মমতা। বলছেন, 'নন্দীগ্রাম গণহত্যার সময় পুলিশ ঢুকিয়েছিল গদ্দাররা। সিপিএম কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও কেস দেয়নি।' আর নন্দীগ্রাম জিততে বহিরাগত দুষ্কৃতীদের যে ঢোকানো হচ্ছে এলাকায়, তা নিয়ে ফের সরব হয়েছেন তিনি। বলেছেন, 'বিভিন্ন রাজ্যের পুলিশের পোশাক কেনা হচ্ছে, সেগুলো জড়ো করা হচ্ছে গেস্ট হাউজগুলিতে। বুঝতে পারছেন, কীভাবে বাইরের লোক ঢুকিয়ে অশান্তি বাঁধাতে চাইছে!'
যদিও প্রতিটি ভোট প্রচারের সভাতেই যেভাবে মা-বোনেদের প্রতি আর্জি জানাচ্ছেন মমতা, এদিন নন্দীগ্রামের সভা থেকে ফের তার পুনরাবৃত্তি করেছেন তৃণমূল নেত্রী। বলেছেন, 'গুন্ডারা গুন্ডামি করলে হাতা খুন্তি, ঝাড়ু দিয়ে আদর করে দিতে হবে। আপনারা মা বোনেরা আন্দোলন করেছে, তা আমরা জানি। ভিনরাজ্যের পুলিশের উর্দি কিনছে। বিজেপি-র গুন্ডারা মোটরবাইক নিয়ে গুন্ডামি করছে। সে দিন সিপিএম-এর কর্মীরা পুলিশের পোশাক পরে গুলি চালিয়েছিল নন্দীগ্রামে। আজকেও তাই করছে। পুলিশ সাজিয়ে গোলমাল পাকাবে।'
advertisement
আশঙ্কার মধ্যেই আশাও ব্যক্ত করেছেন 'অগ্নিকন্যা'। আর সেখানেও তাঁর অস্ত্র সেই মহিলারাই। মমতার কথায়, 'সকাল সকাল সকলে ভোট দেবেন। ওরা গুন্ডা নিয়ে ভয় দেখাবে। কিন্তু মনে রাখবেন, যাঁরা ভয় পায়, তাঁরাই ভয় দেখায়। আমি দেখতে চাই, আমার মা বোনেদের শক্তি বেশি, নাকি বিহার-উত্তরপ্রদেশের গুন্ডাদের শক্তি বেশি।' এখানেই শেষ নয়, দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বিশেষ সতর্কবার্তা, '১ এপ্রিল তৃণমূলের এজেন্টরা সতর্ক থাকুন। অনেকে টাকা দেবেন, দিলে তা খরচ করে দিন। আর একটা কথা, সবাই মাস্ক পরে ভোট দিতে যাবেন। মাস্ক না পরে গেলে দিল্লির কিছু পুলিশ ভোট দিতে দিচ্ছে না। আর হ্যাঁ, ওরা মেশিন খারাপ করে দিচ্ছে। তখন ছায়ায় দাঁড়াবেন, অপেক্ষা করবেন, ভোট কেন্দ্র ছেড়ে চলে যাবেন না। ভিভিপ্যাট মেশিনে খেয়াল রাখুন, কোথায় ভোট পড়ছে। গণনার দিন কারও থেকে কিছু খাবেন না। একমাস ইভিএম মেশনি পাহারা দিতে হবে।'
advertisement
advertisement
অধিকারী পরিবারকে এদিনও গদ্দার বলে আক্রমণ শানান তিনি। আক্ষেপের সুরে মমতা বলেন, 'আমারই দোষ। ওঁদের প্রশাসনিক ও মন্ত্রীর পদ দেওয়ার পরে অনেক টাকা হয়েছে। আর এখন টাকা করে কোথায় যাবে, তাই বিজেপিকে ধরেছে। এত টাকা রাখবে কোথায়? সে দিন সিপিএমের কর্মীরা পুলিশের পোশাক পরে গুলি চালিয়েছিল নন্দীগ্রামে। আজকেও তাই করছে। পুলিশ সাজিয়ে গোলমাল পাকাবে। কেউ টাকা দিচ্ছে দেখলে খবর দিন, আমি পুরস্কার দেব।'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: 'গেস্ট হাউজে জড়ো হচ্ছে ভিন রাজ্যের পুলিশের পোশাক!' নন্দীগ্রাম-আকাশে আশঙ্কার মেঘ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement