পটাশপুরে কানহাইয়া, বিজেপি তৃণমূলকে বিঁধলেন একই অস্ত্রে

Last Updated:

কানহাইয়ার কথায়, তৃণমল পুরনো বিষ নতুন বোতলে। অর্থাৎ বিজেপিরই অন্য একটি রূপ বলতে চাইলেন ঘাসফুল শিবিরকে।

#পটাশপুর: রাজ্যে এলেন তরুণ সিপিআই নেতা কানহাইয়া কুমার। পটাশপুরের প্রার্থী তথা এআইএসএফ-এর রাজ্য সম্পাদক সৈকত গিরির প্রচারে এসে কানহাইয়া বিঁধলেন রাজ্য কেন্দ্রের দুই শাসক দলকেই।
কানহাইয়ার কথায়, 'তৃণমল পুরনো বিষ নতুন বোতলে'। অর্থাৎ বিজেপিরই অন্য একটি রূপ বলতে চাইলেন ঘাসফুল শিবিরকে। কাকে ভোট দেওয়া হবে সেই প্রসঙ্গে কানাইয়ার উবাচ, ভোটাধিকার নিজস্ব অধিকার, কাকে দিতে হবে এটা চাপিয়ে দেওয়া যায় না। ভোটদানের অধিকার গুপ্ত। কাকে দেবেন বলতে চাই না। রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী শক্তি যখন ভোটের ফল নিয়ে নিঃসংশয় তখন কানহাইয়ার টিপ্পনী, "ফল জানা থাকলে এত খরচ করে ভোট করা কেন?"
advertisement
সিপিআই নেতা কানহাইয়া দলত্যাগ নিয়েও এদিন টিপ্পনী কাটেন। মুখ খোলেন সেই বামেদের প্রসঙ্গেও যারা বিজেপিতে গিয়েছেন। তাঁর কথায়, যারা এই লড়াই ছেড়ে পালাচ্ছ আমি তাঁদের হয়ে সাফাই গাইতে আসিনি। পাশাপাশি তৃণমূলত্যাগীদের উদ্দেশ্যে তাঁর শ্লেষ, আগে যাদের দিদির পাশে দেখতাম, তাদের এখন দেখি মোদির পাশে।
advertisement
কানহাইয়ার কথাতেও এ দিন এল মনীষীদের প্রসঙ্গ। মেদিনীপুরে (পটাশপুর) দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু, বিদ্যাসাগরের ভূমিকার কথা স্মরণ করালেন কানহাইয়া ভোট চাইলেন উন্নয়নকে হাতিয়ার করে।
advertisement
প্রসঙ্গত এদিন বামেদের ইশতেহার সামনে এসেছে। সেখানেও উন্নয়ন সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব রেখেছে বামফ্রন্ট। এখন দেখার তরুণ তুর্কী কতটা প্রভাব ফেলতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পটাশপুরে কানহাইয়া, বিজেপি তৃণমূলকে বিঁধলেন একই অস্ত্রে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement