Human Skeleton: দাসপুরের গ্রামে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Last Updated:

দাসপুর থানার নাড়াজোল এলাকায় শুক্রবার মানুষের মাথার খুলি উদ্ধার হয় ( Human Skeleton)।

#দাসপুর: দাসপুর থানার নাড়াজোল এলাকায় শুক্রবার মানুষের মাথার খুলি উদ্ধার হয়। আর তা উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরাজপুরে মাঠের মাঝে মানুষের মাথার খুলিটি দেখা যায়। আর তা দেখতে শুক্রবার সকাল থেকেই এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে। এলাকাবাসীর দাবি, এই খুলি এক পূর্ণবয়স্ক মানুষের। প্রাথমিকভাবে এলাকাবাসীর অনেকের অনুমান এই মাথার খুলি নিখোঁজ নান্টু দোলইয়ের।
উদ্ধার হওয়া খুলি উদ্ধার হওয়া খুলি
উল্লেখ্য, গত মাসে অর্থাৎ ২০২১ সালের ৩০ জুলাই নাড়াজোলের চন্ডীপুরের বছর ৩০ এর নান্টু দোলই যার বাবার নাম রঞ্জিত দোলই নিখোঁজ হয়। স্থানীয়দের অনেকের অনুমান, এই খুলি ওই নিখোঁজ ব্যক্তিরই হতে পারে। তবে ইতিমধ্যেই দাসপুর পুলিশের তরফে ওই খুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকা খতিয়ে দেখা হচ্ছে খুলির পাশাপাশি হাড় বা পোশাক পরিচ্ছদের কিছু অংশ মেলে কিনা।
advertisement
advertisement
সুকান্ত চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Human Skeleton: দাসপুরের গ্রামে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়! ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement