#কলকাতাঃ ভোটের আগে বারে বারে অশান্ত হচ্ছে নন্দীগ্রাম (Nandigram)। যা নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার শেষ বেলার প্রচারের সময় নন্দীগ্রামের ভূতনি মোড়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচারে হামলা, ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার ওপর আক্রমণের ঘটনার পরে নড়েচড়ে বসে প্রশাসন। এলাকার পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন কমিশন কর্তারা। নন্দীগ্রামের সব বুথই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়। এমনকি ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিও-কেও (Haldia SDPO) বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, হলদিয়ার এসডিপিও বরুন বৈদ্যর বিরুদ্ধে ভোট পরিচালনায় নিরপেক্ষতার অভাবের অভিযোগ ছিল। কেন বারে বারে অশান্ত হয়েছে নন্দীগ্রাম? আজও কেন বিক্ষিপ্তভাবে অশান্তি হল নন্দীগ্রামের বিভিন্ন জায়গায়, তা নিয়েই ক্ষুব্ধ কমিশন। আর সেই কারণেই তাঁকে সরানপর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। হলদিয়ার নতুন এসডিপিও হলেন উত্তম মিত্র। কমিশনের নির্দেশ হলদিয়ার সদ্য প্রাক্তন এসডিপিও বরুন বৈদ্য নির্বাচনী কোনও কাজে অংশ নিতে পারবেন না।
এ দিন সন্ধ্যায় কয়েক দফা বৈঠকের পরে কমিশন জানায়, নন্দীগ্রামের প্রতিটি বুথই স্পর্শকাতর। মঙ্গলবার শেষ বেলার প্রচারের সময় বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। এরপরই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের প্রতিটি বুথে আট'জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। পাশাপাশি, ইলেক্ট্রিসিটি থেকে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা সব দিকেই বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভোটের ঠিক আগে সরানো হল মহিষাদলের সিআই-কেও।বিচিত্রবিকাশ রায়ের জায়গায় মহিষাদেলের নতুন সিআই শীর্ষেন্দু দাস।বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Nandigram, West Bengal Assembly Election 2021