Election Commission: বারে বারে উত্তপ্ত নন্দীগ্রাম, ভোটের ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার SDPO-কে সরালো নির্বাচন কমিশন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিও-কেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন।
#কলকাতাঃ ভোটের আগে বারে বারে অশান্ত হচ্ছে নন্দীগ্রাম (Nandigram)। যা নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার শেষ বেলার প্রচারের সময় নন্দীগ্রামের ভূতনি মোড়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচারে হামলা, ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার ওপর আক্রমণের ঘটনার পরে নড়েচড়ে বসে প্রশাসন। এলাকার পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন কমিশন কর্তারা। নন্দীগ্রামের সব বুথই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়। এমনকি ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিও-কেও (Haldia SDPO) বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, হলদিয়ার এসডিপিও বরুন বৈদ্যর বিরুদ্ধে ভোট পরিচালনায় নিরপেক্ষতার অভাবের অভিযোগ ছিল। কেন বারে বারে অশান্ত হয়েছে নন্দীগ্রাম? আজও কেন বিক্ষিপ্তভাবে অশান্তি হল নন্দীগ্রামের বিভিন্ন জায়গায়, তা নিয়েই ক্ষুব্ধ কমিশন। আর সেই কারণেই তাঁকে সরানপর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। হলদিয়ার নতুন এসডিপিও হলেন উত্তম মিত্র। কমিশনের নির্দেশ হলদিয়ার সদ্য প্রাক্তন এসডিপিও বরুন বৈদ্য নির্বাচনী কোনও কাজে অংশ নিতে পারবেন না।
advertisement
advertisement
এ দিন সন্ধ্যায় কয়েক দফা বৈঠকের পরে কমিশন জানায়, নন্দীগ্রামের প্রতিটি বুথই স্পর্শকাতর। মঙ্গলবার শেষ বেলার প্রচারের সময় বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। এরপরই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের প্রতিটি বুথে আট'জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। পাশাপাশি, ইলেক্ট্রিসিটি থেকে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা সব দিকেই বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
অন্যদিকে, ভোটের ঠিক আগে সরানো হল মহিষাদলের সিআই-কেও।বিচিত্রবিকাশ রায়ের জায়গায় মহিষাদেলের নতুন সিআই শীর্ষেন্দু দাস।বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
SOMRAJ BANDYOPADHYAY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2021 12:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Election Commission: বারে বারে উত্তপ্ত নন্দীগ্রাম, ভোটের ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার SDPO-কে সরালো নির্বাচন কমিশন