শনিবারের ভোট প্রচারে সরগরম মেদিনীপুর, লড়াইয়ের ময়দানে মোদি-মমতা-অভিষেক

Last Updated:

আজ মেদিনীপুর যেন কুরুক্ষেত্রে পরিণত হতে চলেছে

#মেদিনীপুর: জমজমাট ভোটের বাজার৷ গরমের উত্তাপকে কয়েক ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে বাংলা বিধানসভা ভোটের উত্তপ৷ বিজেপি-তৃণমূলের লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি৷ একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি৷ আজ শনিবার, মেদিনীপুরে তৈরি হয়েছে মেগা ফাইটের মঞ্চ৷ একদিকে মোদি অন্যদিকে দিদির সভা নিয়ে তৈরি হয়েছে ভোটরে উন্মাদনা৷ এরসঙ্গে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও৷ তাই শনিবারের বারবেলায় সবার নজর থাকছে মেদিনীপুরের দিকেই৷
আজ পূর্ব মেদিনীপুর পরপর সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বেলা ১২টা হলদিয়ায় সভা করবেন তিনি৷ এরপর ১.৩০-এ খেজুরিতে রয়েছে তাঁর সভা৷ এবং বেলা ৩টে পাঁশকুড়ায় সভা করবেন মমতা৷ অন্যদিকে ভোটপ্রচারে আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজেপির মুখ হিসেবে তিনিই বারবার আসছেন রাজ্যে৷ আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বিএনআর ময়দানে সভা করবে মোদি৷
advertisement
তাই আজ মেদিনীপুর যেন কুরুক্ষেত্রে পরিণত হতে চলেছে! একদিকে পূর্বে মমতা অন্যদিকে পশ্চিমে মোদি৷ পূর্ব মেদিনীপুরে আজ মোট তিনটি সভা রয়েছে মমতার৷ আপাতত হুইলচেয়ারে বসেই তিনি করছেন প্রচার৷ প্লাস্টারে মোড়া পা, হুইলচেয়ারে বসেই খেলা হবে-র হুঙ্কার ছুঁড়ছেন মুখ্যমন্ত্রী৷ পিছিয়ে নেই মোদিজিও৷ বারবার বাংলায় এসে তিনি বার্তা দিতে চাইছেন যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনি৷
advertisement
advertisement
মমতার প্রচারে বাড়তি নজর থাকছে শুভেন্দুর জেলায়৷ নন্দীগ্রাম থেকে প্রার্থী দু’জনে৷ তাই শুভেন্দুর শক্তঘাঁটি বলে পরিচিত জায়গায় প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো৷ পূর্ব মেদিনীপুরে পরপর সভা করছেন মমতা৷ গতকাল, শুক্রবার, তিনি সভা করেন এগরা, পটাশপুর, তমলুকে৷ আজ হলদিয়া, খেজুরি, পাঁশকুড়ায় সভাকরবেন তিনি৷ আগামিকাল, রবিবার, কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে সভা রয়েছে তাঁর৷
advertisement
অন্যদিকে আজ, শনিবার, পশ্চিম মেদিনীপুরে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ তিনটি সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ দাসপুর, সবং, ডেবরায় সভা রয়েছে অভিষেকের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শনিবারের ভোট প্রচারে সরগরম মেদিনীপুর, লড়াইয়ের ময়দানে মোদি-মমতা-অভিষেক
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement