Bharati Ghosh: দুই IPS-এর যুদ্ধ, বিক্ষোভের মুখে ভারতী! ডেবরায় ভোটের হাওয়া কোনদিকে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
অভিযোগ করেছেন, 'নোয়াপাড়া ২২ নম্বর বুথে পোলিং এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশনে জানিয়েছি। এছাড়াও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।'
#ডেবরা: কঠিন লড়াই পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। দুই প্রাক্তন আইপিএস-এর লড়াই (West Bengal Assembly Election Phase 2) হচ্ছে সেখানে। তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন হুমায়ুন কবীর আর বিজেপির তরফে ভারতী ঘোষ (Bharati Ghosh)। আর ভোটের দিন নিজের কেন্দ্রে ঘুরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ভারতী ঘোষ। যদিও বিক্ষোভের মুখে পড়ে ভারতী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, 'নোয়াপাড়া ২২ নম্বর বুথে পোলিং এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশনে জানিয়েছি। এছাড়াও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।' যদিও ভারতীর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।
অপরদিকে, পশ্চিম মেদিনীপুরেরই ঘাটাল বিধানসভার চকলছুপুর গ্রামে ভয় দেখিয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করলেন সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
West Bengal | In Nowpara, booth no. 22, Anchal-1, my polling agent has been surrounded by 150 TMC goons. He hasn't been allowed to enter the polling booth. In Barunia, voters being threatened and shown the TMC symbol: Bharti Ghosh, BJP candidate from Debra constituency pic.twitter.com/wi12zrgq3J
— ANI (@ANI) April 1, 2021
advertisement
advertisement
আবার অশান্ত হয়ে উঠেছে কেশপুর। সেখানকার ১০ নম্বর অঞ্চলের গরবোজপোতায় বিজেপির মহিলা এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়।
আবার পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে খবর। খবর পেয়ে তৃনমূল প্রার্থী বুথে গেলে তাঁকেও হুমকি দেওয়া হয়! ময়না বিধানসভার বাকচা অঞ্চলের আড়ংকিয়ারানা এক নম্বর প্রাথমিক বিদ্যালয় ২৪৪ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। তৃণমূল প্রার্থী সংগ্রাম দলোই গেলে হুমকি দেওয়া হয় তাঁকেও। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
advertisement
আবার হলদিয়া বিধানসভার ২০২ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্টর কাছ থেকে কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ শাসক দলের দিকে। কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2021 10:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bharati Ghosh: দুই IPS-এর যুদ্ধ, বিক্ষোভের মুখে ভারতী! ডেবরায় ভোটের হাওয়া কোনদিকে?