নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষীকে প্রচারে বাধা, হুমকি! কমিশনে অভিযোগ দায়ের

Last Updated:

মীনাক্ষীকে হেনস্থারও চেষ্টা করা হয় বলে কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম৷

ঘটনার সূত্রপাত নন্দীগ্রামের দাউদপুর এলাকায়৷ অভিযোগ, এ দিন সিপিএম প্রার্থী সেখানে প্রচার করার সময় বেশ কয়েকজন যুবক বাইকে করে সেখানে পৌঁছয়৷ এর পরই সিপিএম প্রার্থীকে ওই এলাকা থেকে চলে যেতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ ভবিষ্যতেও ওই এলাকায় না আসার জন্য হুমকি দেওয়া হয় বলে দাবি সিপিএমের নেতৃত্বের৷ মীনাক্ষীর সঙ্গী কয়েকজন সিপিএম কর্মী- সমর্থককেও হেনস্থা করা হয় বলে অভিযোগ করা হয়েছে৷
advertisement
নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগে মীনাক্ষীর নির্বাচনী এজেন্ট রাম হরি পাত্র দাবি করেছেন, আব্বাস বেগ নামে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এই হুমকি দিয়েছেন৷ মীনাক্ষীকে হেনস্থারও চেষ্টা করা হয় বলে কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম৷ শান্তিপূর্ণ ভোটের জন্য অবিলম্বে ওই এলাকায় আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং রুট মার্চের দাবি জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট৷ সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, 'এই ঘটনার ভিডিও আমরা পুলিশ, প্রশাসনের কাছে জমা দিয়েছি৷ এর পরেও যদি আব্বাস বেগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা পাল্টা প্রতিবাদে নামব৷'
advertisement
advertisement
নন্দীগ্রামের তৃণমূল নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের অবশ্য দাবি, 'আমরা কারও প্রচার বন্ধ করার পক্ষে নই৷ বিজেপি বরং অন্য দলের প্রচারে বাধা দিচ্ছে৷ কে এই হুমকি দিয়েছে তার দায় তো তৃণমূলের হতে পারে না৷ নির্বাচনে সবারই প্রচার করার অধিকার রয়েছে৷' আগামী বৃহস্পতিবার, ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ৷
Sujit Bhoumik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষীকে প্রচারে বাধা, হুমকি! কমিশনে অভিযোগ দায়ের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement