Bengal Election 2021, Phase 2: বাংলার মানুষের জন্য লিখলেন বাংলাতেই, রেকর্ড সংখ্যায় ভোট দানের অনুরোধ মোদির

Last Updated:

West Bengal Assembly Election 2021 Phase 2: দ্বিতীয় দফার ভোটের সকালে আর্জি মোদির, লিখলেন বাংলাতেই৷ একইভাবে অসমের মানুষের জন্য অহমিয়ায় রাখলেন ভোট দানের অনুরোধ৷

#কলকাতা: শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট পর্ব (West Bengal Assembly Election 2021 Phase 2)৷ বাংলা ও অসমে (Assam and Bengal Election) দ্বিতীয় দফা ভোট শুরুর প্রাক্কালে আবারও ট্যুইট করলেন দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi)৷ প্রথম দফা ভোটের মতো, এইবারও বাংলা ও অসমের ভোটারদের জন্য স্থানীয় ভাষা, অর্থাৎ বাংলা ও অহমিয়ার লিখলেন তিনি৷ অনুরোধ করলেন রেকর্ড সংখ্যায় ভোট দানের৷ প্রথম দফায় বাংলায় ৭৯.৭৯ শতাংশ ভোটদানের হার ছিল এবং অসমে ছিল ৭২.১৪ শতাংশ৷
গত দফার ভোটে বাঁকুড়ায় ভোট পড়েছিল ৮০.০৩ শতাংশ, ঝাড়গ্রামে ৮০.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ এবং পুরুলিয়ায় ৭৭.১৩ শতাংশ৷
advertisement
advertisement
আজ দ্বিতীয় দফার (Phase II Vote)ভোটে বাংলায় ভোট হচ্ছে ৩০টি আসনে। যার মধ্যে অবশ্যই হাই প্রোফাইল নন্দীগ্রামের (Nandigram) ভোট আজ৷ মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ কোনও রকম অশান্তি রুখতে নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করেছে কমিশন৷ নন্দীগ্রামে পোলিং বুথ ৩৫৫টি। এর মধ্যে প্রধান বুথ ২৭৮টি, অক্সিলিয়ারি বুথ ৭৭ টি। এর মধ্যে ২৬৭ টি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ১৫৬টি। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২৫৭ জন আর মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ৮৯৮ জন। ইতিমধ্যেই সব বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে শুধুমাত্র দুহাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে নন্দীগ্রামের জন্য। গোলমাল রুখতে থাকছে ২২টি ক্যুইক রেসপন্স টিমও।
advertisement
নন্দীগ্রাম ছাড়াও, পূর্ব মেদিনীপুরে রয়েছে তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, হলদিয়া-র মতো আসনগুলি। পাশাপাশি ভোট হবে পশ্চিম মেদিনীপুরের- খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুরেও।
advertisement
অন্যদিকে ২৭টি বিধানসভা আসনে ভোট হচ্ছে অসমে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021, Phase 2: বাংলার মানুষের জন্য লিখলেন বাংলাতেই, রেকর্ড সংখ্যায় ভোট দানের অনুরোধ মোদির
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement