Nandigram: 'ছোট ভাইকে' জেতাতে মরিয়া 'বড় দাদা', নন্দীগ্রামে ভিড়ে মিশে গেলেন অমিত শাহ

Last Updated:

এ দিন প্রথমে নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

#নন্দীগ্রাম: বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী তাঁকে বড় দাদা বলে সম্বোধন করেছেন৷ ছোট ভাই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে জেতাতে তাই প্রচারের শেষ দিনে চেষ্টা ত্রুটি রাখলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ নিরাপত্তার কড়াকড়ি ভেঙে দিয়ে নন্দীগ্রামের রাস্তায় দাঁড়ানো মানুষের মধ্যে ভিড়ে মিশে যেতেও দ্বিধা বোধ করলেন না অমিত শাহ৷ আবার শুভেন্দুকে জেতানোর প্রার্থনা নিয়ে স্থানীয় শিবমন্দিরে গিয়ে পুজোও দিয়ে এলেন তিনি৷
এ দিন প্রথমে নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাস্তার দু' পাশে সাধারণ মানুষের ভিড় দেখে আশ্বস্ত হন তিনি৷ একে কড়া নিরাপত্তার বলয় এবং ব্যস্ত সূচি, দুইয়ের জেরে সচারচর সাধারণ মানুষের ভিড়ে মিশতে দেখা যায় না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে৷ এ দিন অবশ্য অন্য ছবি দেখা গেল৷ রথ থেকে নেমে গাড়িতে স্থানীয় শিবমন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন এক বৃদ্ধা হাতজোড় করে দাঁড়িয়ে আছেন৷ তখনই আচমকা গাড়ি থেকে নেমে ওই বৃদ্ধার দিকে এগিয়ে যান তিনি৷ আশপাশে অপেক্ষারত অন্যান্য মানুষের দিকেও নমস্কার করে অভিবাদন জানান তিনি৷
advertisement
প্রবল গরমে যে যথেষ্ট কষ্ট হচ্ছিল, অমিত শাহকে তা দেখেই বোঝা যাচ্ছিল৷ গরমকে সামাল দিতে হাতে কলাপাতা নিয়ে শসা খেতেও দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে৷
advertisement
শুধু মানুষের সঙ্গে মিশে যাওয়াই নয়, এর পর রেয়াপাড়ার শিবমন্দিরে গিয়ে প্রার্থনাও করেন অমিত শাহ৷ মন্দিরের পুরোহিত পরে বলেন, শুভেন্দু যাতে জেতেন সেই প্রার্থনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ শিব লিঙ্গে দুধও ঢেলেছেন তিনি৷ নন্দীগ্রামে সভা করার কথা থাকলেও এ দিন শেষ পর্যন্ত অবশ্য সেই কর্মসূচি বাতিল করেন শাহ৷ তবে যাওয়ার আগে বলে যান, নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু জিতলেই গোটা বাংলায় পরিবর্তন নিশ্চিত৷
advertisement
Venkateshwar Lahiri
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: 'ছোট ভাইকে' জেতাতে মরিয়া 'বড় দাদা', নন্দীগ্রামে ভিড়ে মিশে গেলেন অমিত শাহ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement