দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান, আর মোদিজি সোনার বাংলা: অমিত শাহ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এগরার সভায় অমিত শাহের দাবি, 'পরিবর্তন হয়নি। অনুপ্রবেশ আগেও হত, এখনও চলছে। মমতা দিদি অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন? মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করুন, পাঁচ বছরের মধ্যে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। বাম-তৃণমূল রাজ্যের কোনও উন্নতি করেনি।'
#এগরা: রবিবার ফের বাংলায় ভোট প্রচারে এসেছেন অমিত শাহ। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শাহ। পরিবর্তনের নামে রাজ্যের কোনও উন্নতি হয়নি বলেই দাবি করেছেন অমিত শাহ। তাঁর প্রশ্ন, 'দিদি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, হয়েছে কি?'
এগরার সভায় অমিত শাহের দাবি, 'পরিবর্তন হয়নি। অনুপ্রবেশ আগেও হত, এখনও চলছে। মমতা দিদি অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন? মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করুন, পাঁচ বছরের মধ্যে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। বাম-তৃণমূল রাজ্যের কোনও উন্নতি করেনি।'
এগরার সভাতে দুর্গাপুজো ও সরস্বতী পুজো নিয়েও ফের একবার প্রশ্ন তুলেছেন অমিত শাহ। তাঁর দাবি, 'আদালতের নির্দেশ নিয়ে পুজো করতে হয়। বাংলাভাষী শিক্ষককে পুলিশ গুলি করে। যে সরকার দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। একবার পদ্মের সরকার তৈরি করে দিন। বাংলার মাটিতে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না'।
advertisement
advertisement
Didi gave the slogan of 'Maa, maati, manush' but did change come? Can she give you freedom from infiltrators? We will make Bengal free of infiltrators in five years: Union Home Minister Amit Shah during a rally in Egra, West Bengal pic.twitter.com/8mnfwF22EI
— ANI (@ANI) March 21, 2021
advertisement
অমিত শাহের হুঁশিয়ারি, 'এবার মমতাদিদির গুন্ডারা দিনের আলোয় তারা দেখবে। নির্ভয় হয়ে ভোট দেবেন। মমতা দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান, মোদিজি সোনার বাংলা বানাতে চান। বিজেপি জিতলে কাটমানি দিতে হবে না। ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়া হবে।' এদিন ফের একবার ডবল ইঞ্জিন সরকার চালানোর দাবি করেন অমিত শাহ। সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালুর প্রতিশ্রুতি দেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2021 1:06 PM IST