Abhishek Banerjee: বিজেপির অডিও-তৃণমূলের হাই কোয়ালিটি ডিভিডি, ইশতেহারের 'ফারাক' বোঝালেন অভিষেক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ভোটপ্রচারে যুব তৃণমূলের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ শুরু করেন অভিষেক। এদিন বিজেপির ইশতেহারকে কটাক্ষ করেন অভিষেক।
#ভগবানপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ভোটপ্রচারে যুব তৃণমূলের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ শুরু করেন অভিষেক। এদিন বিজেপির ইশতেহারকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, 'বিজেপির ইশতেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়, চোখে দেখা যায় না। আর তৃণমূলের ইশতেহার হাই কোয়ালিটি ডিভিডি ক্যাসেট। আপনি শুনতেও পাবেন, দেখতেও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন।'
আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথীর পার্থক্য তুলে ধরে মোদি সরকারকে আক্রমণ করেন অভিষেক। তাঁর দাবি, 'দিলীপ ঘোষ বলেছিলেন, দুয়ারে সরকার ভাঁওতা, স্বাস্থ্যসাথী কার্ড নাকি জুমলা। তার পর দিলীপ ঘোষের পরিবার নিজেরাই গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করেছে। তখন বলছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই তো বিজেপির কথা। এই স্বাস্থ্যসাথী কার্ড যুগান্তকারী সিদ্ধান্ত। কেউ করে দেখাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পৃথিবীকে এই যুগান্তকারী কাজ করে দেখিয়েছেন। এটা নারী ক্ষমতায়নের প্রতীক।'
advertisement
বিজেপির বিরুদ্ধে অভিষেকের তীব্র কটাক্ষ, 'পশ্চিমবঙ্গের লোকসংখ্যা ১০ কোটি। বিজেপি চেয়েছিল, আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল ১ কোটি লোককে। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করে জেলে ঢোকাবেন। কিন্তু মমতা বলেছেন, যাঁরা আমাকে ভোট দেননি তাঁদের জন্যও স্বাস্থ্যসাথী করব। মমতার উন্নয়ন সবার জন্য। তাঁর একটাই ধর্ম মানবধর্ম। আরে শুধু বাস-ট্রামে নয়, ক্ষমতা থাকলে মহিলাদের জন্য পারলে ভারতীয় রেল ফ্রি করে দিন।'
advertisement
advertisement
নরেন্দ্র মোদিকে সরাসরি অভিষেকের প্রশ্ন, 'গুজরাটের মোটেরায় সর্দার বল্লভভাই প্যাটেলের নাম পরিবর্তন করে মোদির নামে হয়ে গিয়েছে। আগে বাংলার মণীষীদের অপমান করত, এখন সারা ভারতের মণীষীদের করে। ক্ষমতায় এলে ভগবানপুর মোদিপুর হবে। নিজের নাম পালটে জায়গার দাম পালটে দিচ্ছে। কে নেবে এর দায়িত্ব?'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2021 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: বিজেপির অডিও-তৃণমূলের হাই কোয়ালিটি ডিভিডি, ইশতেহারের 'ফারাক' বোঝালেন অভিষেক