#কলকাতাঃ কমিশনের কড়া নজরে এ বার নন্দীগ্রাম। ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। সেই ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ পর্বের জন্য মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নন্দীগ্রাম কমিশনের আকর্ষণের কেন্দ্রে। তাই শুধুমাত্র নন্দীগ্রামেই থাকছে ২১ কোম্পানি আধাসেনা। দ্বিতীয় দফায় ২ জেলায় মোট ৬৫১ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাঁকুড়ায় ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দক্ষিণ ২৪ পরগনায় থাকছে ৭২ কোম্পানি আধাসেনা। কমিশনের তরফে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসা রুখতে পুরুলিয়া,ঝাড়গ্রামে বাহিনী ছয় কোম্পানি করে বাহিনী থাকবে ভোটের পরেও।
এ দিকে, ভোটের আগের রাতে পেট্রোলিং বাড়ানোর সিদ্ধান্ত। পটাশপুর ও কেশিয়াড়ির ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই রাতের দিকে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে বাড়াতে হবে নাইট পেট্রোলিং। দ্বিতীয় দফার নির্বাচনের চার জেলাকে নির্দেশ নির্বাচন কমিশনের। পাশাপাশি, সেক্টর অফিসে থাকা রাজ্য পুলিশ এবং QRT-তে থাকা কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আরও সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।