Nandigram: খোদ মমতার কেন্দ্রে ‘ঘরছাড়া’ ৫০০ তৃণমূল কর্মী, শাসকদলের নিশানায় কমিশন

Last Updated:

ঘরছাড়া ৫০০ তৃণমূল কর্মী। গোটা নন্দীগ্রাম যখন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, তখন ময়নার বাকচা অঞ্চলে ভোট দিতে পারলেন না প্রায় ৫০০ তৃণমূল নেতা, কর্মী।

#নন্দীগ্রাম: ঘরছাড়া ৫০০ তৃণমূল কর্মী। গোটা নন্দীগ্রাম যখন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, তখন ময়নার বাকচা অঞ্চলে ভোট দিতে পারলেন না প্রায় ৫০০ তৃণমূল নেতা, কর্মী। ঘরছাড়া অবস্থায় তাঁরা দিন কাটাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন বাকচা অঞ্চলের প্রধান, তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আরও তৃণমূল কর্মী, সমর্থক। নির্বাচন কমিশনারকে জানিয়েও ভোট দেওয়া ব্যবস্থা করানো হয়নি বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীদের। অভিযোগ অস্বীকার বিজেপির।
৫০০ তৃণমুল নেতা কর্মী ঘরছাড়া। ভোট দিতে পারলেন না। ময়না বিধানসভার বাকচা অঞ্চলের প্রায় ৯২ টি পরিবারের ৫০০ জন তৃণমূল নেতা, কর্মী, সমর্থক ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন। যাদের মধ্যে রয়েছেন বাকচা অঞ্চলের প্রধান, তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনারকে বারে বারে জানিয়েও এই ৯২টি পরিবারের ৫০০ জন তৃণমূল কর্মীকে ভোট দেওয়া ব্যবস্থা করানো হয়নি বলে অভিযোগ করেছেন ঘরছাড়া তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ঘরছাড়া তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, "আমরা ভোট দিতে যেতে চাই।কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা করছে না।" তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ ওই তৃণমুল নেতারা দীর্ঘ দিন ধরে এই বাকচা গ্রাম পঞ্চায়েতে সন্ত্রাস চালিয়েছে তাই এলাকায় ফিরতে পারছেন না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: খোদ মমতার কেন্দ্রে ‘ঘরছাড়া’ ৫০০ তৃণমূল কর্মী, শাসকদলের নিশানায় কমিশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement