Mid Day Meal: অনেক হল ভাত, ডাল! এবার মিড ডে মিলে ইলিশ, চিংড়ি! কব্জি ডুবিয়ে খেল 'এই' স্কুলের পড়ুয়ারা
- Published by:Madhab Das
- local18
Last Updated:
এবার মিড ডে মিলে কেবল ডাল, ভাত, ডিম নয়, মিড ডে মিলে দেওয়া হল সরষে ইলিশ। শুধু সরষে ইলিশ নয়, তার সঙ্গে আবার ছিল চিংড়ি পোস্ত।
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির জোগানে সরকার মিড ডে মিলের বন্দোবস্ত করে থাকে। যে বন্দোবস্ত অনুযায়ী স্কুলে স্কুলে মিড ডে মিল দেওয়া হয় পড়ুয়াদের। তবে এই মিড ডে মিল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ দেখা যায়। এই সকল অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হল মিড ডে মিলে প্রদান করা খাবারের গুণগত মান।
তবে এসবের মধ্যেই এবার একেবারে ভিন্ন ছবি ধরা পড়ল রাজ্যে। কেননা এবার মিড ডে মিলে কেবল ডাল, ভাত, ডিম নয়, মিড ডে মিলে দেওয়া হল সরষে ইলিশ। শুধু সরষে ইলিশ নয়, তার সঙ্গে আবার ছিল চিংড়ি পোস্ত। আবার যদি এখানেই শেষ তাও নয়, কেননা শেষ পাতে মিষ্টি মুখের জন্য রাখা হয়েছিল মুগের জিলিপি। এখন ভাবছেন কোথায় এমন আয়োজন?
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এক ব্লকের নাড়াজোল দুই চক্রের সামাট প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, এই সামাট প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন ছাত্রছাত্রীর আজ, বৃহস্পতিবার মিড ডে মিলে পাতে পড়ল সরষে ইলিশ, এছাড়াও আয়োজন করা হয়েছিল চিংড়ি পোস্ত খাবার শেষে মিষ্টি মুখের জন্য একটি করে মুগের জিলাপি।
advertisement
বর্তমানে ইলিশ মাছের দাম ৭০০ টাকা কিলো, তবুও শিক্ষকদের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার অভিভাবক থেকে শুরু করে সকলে। শুধু খাওয়া দাওয়া নয়, লেখাপড়ার দিক দিয়েও জানা যায় এই সামাট স্কুল এলাকার মানুষের কাছে গর্ব। স্কুলের যে সমস্ত মিড ডে মিলের দিদিরা রান্না করেন আজকের দিনে তারা বাচ্চাদের পাতে ইলিশ রান্না করে দিতে পেরে বেজায় খুশি। যদি এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ প্রামাণিক বলেন, ছাত্রছাত্রীর তাদের সন্তানের সমতুল্য, তাই তাদের সকল শিক্ষকদের উদ্যোগে আয়োজন। এমনকি তাদের ভাল খাওয়ানোর জন্য মাঝেমধ্যে এলাকার সাধারণ মানুষও এগিয়ে আসেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 9:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mid Day Meal: অনেক হল ভাত, ডাল! এবার মিড ডে মিলে ইলিশ, চিংড়ি! কব্জি ডুবিয়ে খেল 'এই' স্কুলের পড়ুয়ারা