Mental Health: মনের খবর কে ই বা রাখে? এবার সেই মনের খবর রাখতে এগিয়ে এল একদল পুলিশ
- Published by:Salmali Das
Last Updated:
বর্তমান সময়ে অন্যান্য অসুখ-বিসুখের পাশাপাশি মানসিক ভারসাম্য হীন ব্যক্তির সংখ্যা বাড়ছে। একদিকে কাজের চাপ অন্যদিকে পারিপার্শ্বিক চাপে মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে।
নন্দকুমার: চাপের মধ্যেও কীভাবে মনকে সুস্থ রাখা যায় তা নিয়ে বিশেষ শিবির নন্দকুমার থানায়। বর্তমান সময়ে অন্যান্য অসুখ-বিসুখের পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সংখ্যা বাড়ছে। একদিকে কাজের চাপ অন্যদিকে পারিপার্শ্বিক চাপে মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। আর যার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। কাজ ও পারিপার্শ্বিক চাপের মধ্যে মনকে কিভাবে সুস্থ রাখা যায় এবং মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত তা নিয়ে নন্দকুমার থানার উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহযোগিতায় বিশেষ শিবির আয়োজন হল।
শরীর খারাপ হলে আমরা সবাই শরীরের যত্ন নিই, কিন্তু মন খারাপ হলে? দিনের পর দিন মন খারাপ মানসিক স্থীরতা বিঘ্নিত করে। ফলে মানসিক ভারসাম্য হারিয়ে যায়। বর্তমান সময়ে অন্যান্য পেশার পাশাপাশি পুলিশ কর্মীদের মধ্যে এই লক্ষণ অনেকটাই বেড়েছে। আবার পুলিশ কর্মীরা কাজের সূত্রে পথে-ঘাটে বিভিন্ন সময়ে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের সম্মুখীন হতে হয়। কিন্তু অনেক সময় এই ভবঘুরেদের সঙ্গে পুলিশ কর্মীদের ভাব বিনিময়ের আচার-আচরণ তাঁদের কাজের অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই পুলিশকর্মীরা নিজেদের কীভাবে মানসিক ভাবে সুস্থ রাখবে এবং কাজের ক্ষেত্রে ভবঘুরেদের সম্মুখীন হলে কিরকম আচার-আচরণ করবে তা নিয়ে সচেতনতা শিবির হচ্ছে থানায় থানায়।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য থানার পাশাপাশি নন্দকুমার থানায় পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এই সচেতনতা শিবির আয়োজন করা হয়। যেখানে থানার পুলিশ অফিসারের পাশাপাশি কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারেরা অংশগ্রহণ করেন। এ বিষয়ে নন্দকুমার থানার পুলিশ আধিকারিক মনোজ কুমার ঝা জানান, ' 'পুলিশের অনেক সময় নিজেদের মানসিক স্থিরতা বিঘ্নিত হয় এবং কাজের ক্ষেত্রে ভবঘুরেদের সম্মুখীন হতে হয়। নিজেদের মানসিক সুস্থ রাখার পাশাপাশি ভবঘুরেদের কিভাবে সহায়তা করতে হবে তা নিয়ে এই সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে।'
advertisement
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 9:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mental Health: মনের খবর কে ই বা রাখে? এবার সেই মনের খবর রাখতে এগিয়ে এল একদল পুলিশ