ভাল খবর: জঙ্গলমহলের গোয়ালডিহি গ্রামের প্রতিটি মানুষ নিজের নাম লিখতে পারবেন, দায়িত্ব নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ

Last Updated:

West Midnapore News:ঐতিহাসিক মেদিনীপুর কলেজ পিছিয়ে পড়া গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। এই গ্রামের আদিবাসী, লোধা শবর জনজাতির ছাত্রছাত্রীরা এরফলে অনেকখানি উপকৃত হবেন বলে আশাবাদী গ্রামবাসীরা।

#পশ্চিম মেদিনীপুর: আগেই পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল শালবনীর পিছিয়ে পড়া আদিবাসী লোধা শবর অধ্যুষিত এলাকা গোয়ালডিহি গ্রামের সার্বিক উন্নয়ন ঘটিয়েছে জেলা প্রশাসন। মডেল গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছিল গোয়ালডিহি গ্রামকে। এবার সেই গ্রামের শিক্ষাদীক্ষার সম্পূর্ন দায়িত্ব নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ (অটোনোমাস)। কলেজের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান চলাকালীন এই সিদ্ধান্ত নেওয়া হয় কলেজের তরফে।
advertisement
কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, শালবনীর অন্তর্গত গোয়ালডিহি গ্রাম। যে গ্রামে বসবাস আদিবাসী লোধা, শবর পারিবারের। পিছিয়ে পড়া এই জনজাতির ছেলে মেয়েরা স্কুল গেলেও করোনা পরিস্থিতির পর একে একে সকলেই স্কুল যাওয়া বন্ধ করে দেয় এবং সংসার ও পরিবারের অভাব মেটাতে বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায় এই গ্রামের ছেলে মেয়েরা। তাই জেলা প্রশাসনের ঘোষিত এই মডেল গ্রামকে সম্পূর্ণ স্বাক্ষর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ।
advertisement
অধ্যক্ষ গোপাল বেরা জানান, এই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করানো হবে। বিভিন্ন ধরণের শিক্ষা মূলক প্রশিক্ষন, কর্মশালা করা হবে। এছাড়াও এই গ্রামের ছাত্রছাত্রীদের শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে। শ্রী বেরা আরও বলেন, শালবনীর গোয়ালডিহি গ্রামের ছেলে মেয়েদের পূর্ণ স্বাক্ষর করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
advertisement
অন্যদিকে গোয়ালডিহি গ্রামের বাসিন্দা মৃণাল কোটাল বলেন, আমরা খুবই খুশি যে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ এই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। পিছিয়ে পড়া এই গ্রামের আদিবাসী, লোধা , শবর জনজাতির ছাত্রছাত্রীরা এরফলে অনেক খানি উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাল খবর: জঙ্গলমহলের গোয়ালডিহি গ্রামের প্রতিটি মানুষ নিজের নাম লিখতে পারবেন, দায়িত্ব নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement