আজও অচলাবস্থা ধূপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে, আয়ুর্বেদিক চিকিৎসকই সামলাচ্ছেন রোগীদের

Last Updated:

’দিন কেটে গেলেও ধূপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রের অচলাবস্থা কাটেনি এখনও ৷ চিকিৎসকদের অনুপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রের ইনডোরে উপচে পড়ছে ভিড় ৷

#ধূপগুড়ি: দু’দিন কেটে গেলেও ধূপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রের অচলাবস্থা কাটেনি এখনও ৷ চিকিৎসকদের অনুপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রের ইনডোরে উপচে পড়ছে ভিড় ৷ মাত্র ১ জন চিকিৎসক সামলাচ্ছেন হাসপাতাল ৷ পরিষেবার খামতিতে চরম দুর্ভোগে রোগীরা ৷ কাজের চাপে নাভিশ্বাস উঠেছে চিকিৎসকদের ৷ অবিশ্বাস্য হলেও ধূপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান পরিস্থিতিটা কিছুটা এমনই ৷
চিকিৎসকের অভাবে ধুঁকছে ধূপগুড়ি স্বাস্থ্যকেন্দ্র। রোগীর চাপে চাকরি ছেড়েছেন দুই চিকিৎসক। মাত্র দুজন ডাক্তার রোগী দেখছেন। তাঁদের মধ্যে একজন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি আবার অ্যালোপ্যাথি ওষুধও দিচ্ছেন । জরুরি বিভাগে গ্রুপ ডি কর্মীরা দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করছেন । অবশ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েই দায় সারলেন।
advertisement
advertisement
এই দৃশ্য গা সওয়া হয়ে গেছে এলাকাবাসীর । ধূপগুড়ি ব্লকে পাঁচ লক্ষ মানুষের বাস । ১৬টি গ্রাম পঞ্চায়েত, ২৭টি চা বাগান ও ৬ টি বনবস্তির বাসিন্দাদের কিছু হলে ছুটে আসেন এই ধূপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে । তাঁদের আশা-ভরসার এই স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকের অভাবে খোঁড়াচ্ছে । থাকার কথা ৮জন । অতিরিক্ত চাপের কারণে রবিবার দুজন চাকরি ছাড়ায় এখন রয়েছেন তিনজন চিকিৎসক । সোমবার ছিলেন মাত্র দুজন। তাঁদের মধ্যে একজন আয়ুর্বেদিক চিকিৎসক । তিনিই আউটডোর সামাল দিচ্ছেন । প্রেসক্রিপশনে অ্যালোপ্যাথি ওষুধও লিখছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজও অচলাবস্থা ধূপগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে, আয়ুর্বেদিক চিকিৎসকই সামলাচ্ছেন রোগীদের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement