পুরুলিয়ায় ২ বিজেপি কর্মী খুনে দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়: কৈলাশ বিজয়বর্গীয়

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের পরপর দু’জন বিজেপি কর্মী খুনে বিপাকে রাজ্যের শাসক দল ৷ দুই বিজেপিকে খুনের অভিযোগে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলল কৈলাশ বিজয়বর্গীয়৷

#পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের পরপর দু’জন বিজেপি কর্মী খুনে বিপাকে রাজ্যের শাসক দল ৷ দুই বিজেপিকে খুনের অভিযোগে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলল কৈলাশ বিজয়বর্গীয়৷
দুই বিজেপি কর্মী খুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কৈলাশ বিজয়বর্গীর ৷ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেন,
পুরুলিয়ায় ২ বিজেপি কর্মী খুন ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই খুনে দায়ী ৷ পুলিশ আত্মহত্যা বলে ধামাচাপা দিচ্ছে ৷ পুলিশও খুনের সঙ্গে যুক্ত ৷ আমরা হাইকোর্ট-সুপ্রিমকোর্টে যাব ৷
advertisement
সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড়ের সাক্ষী থেকেছে রাজ্যবাসী ৷ তবে, পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতে এগিয়ে ছিল বিজেপি ৷ অন্যদিকে, পঞ্চায়েত সমিতিতে অল্প ব্যবধানে তৃণমূলের থেকে পিছিয়ে ছিল তারা ৷ পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরই জেলায় নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনতে নয়া স্ট্র্যাটেজি নিয়ে পুরুলিয়াকে ‘বিরোধীশূন্য’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই পরপর দুই বিজেপি কর্মী খুনে বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বিরোধীশূন্য’ মন্তব্যকে হাতিয়ার করেই ময়দানে নেমেছে বিরোধী দলগুলি ৷
advertisement
পুরুলিয়ার বলরামপুরে দুই বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি তো বটেই ৷ জাতীয় স্তরেও আলোড়ণ পড়ে গিয়েছে ৷ হাই টেনশন তারের উপর থেকে উদ্ধার করা হয়েছে দু’জনেরই মৃতদেহ ৷ মাত্র চারদিনের ব্যবধান ছিল দু’টি মৃত্যুর মাঝে ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে উঠেছিল বলরামপুর ৷ পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাঁধে ৷
advertisement
প্রসঙ্গত, পুরুলিয়ায় এ বারের ভোটে বিজেপি পেয়েছে ৫৯টি গ্রাম পঞ্চায়েত। সিপিএম দু’টি এবং কংগ্রেস পেয়েছে আটটি। ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে ১৮টি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ায় ২ বিজেপি কর্মী খুনে দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়: কৈলাশ বিজয়বর্গীয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement