Mecheda Child : মিষ্টির দোকানের ফুটন্ত জলভর্তি কড়াইয়ে পড়ে মৃত শিশুকন্যা, ঘটনার জেরে ভাঙচুর ও উত্তেজনা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ঘটনার জেরে মিষ্টির দোকান ভাঙচুর করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা (Mecehda Agitation)৷
মেচেদা : মিষ্টি দোকানের কড়াই ভর্তি ফুটন্ত গরম জলে পড়ে মৃত্যু শিশুকন্যার৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট থানা এলাকার মেচেদায় (Mecheda of Kolaghat Police Station)৷ ঘটনার জেরে মিষ্টির দোকান ভাঙচুর করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা (Mecehda Agitation)৷
নিহত শিশু অঙ্কিতা গোস্বামীর বাড়ি স্থানীয় শান্তিপুর বিদ্যাসাগর পল্লীতে৷ তার বাবা অর্ণব গোস্বামী পেশায় গাড়ি চালক। জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর আরও দু’জন শিশুর সঙ্গে পাড়ায় চিলড্রেন্স পার্কে খেলছিল পাঁচ বছরের এই শিশু৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, খেলতে খেলতে হঠাৎই অঙ্কিতা পড়ে যায় পার্কের পাশে রাখা ফুটন্ত গরম জলের কড়াইয়ে৷ উদ্ধারের পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তমলুকের হাসপাতালে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার শিশুটির মৃত্যু হয়। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে বিদ্যাসাগর পল্লীতে৷
advertisement
advertisement
আরও পড়ুন : এক সঙ্গে করোনা আক্রান্ত বেশ কয়েকজন চিকিৎসক, পরিষেবা ঘিরে বাড়ছে উদ্বেগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিলড্রেন্স পার্কের সামনে একটি মিষ্টির দোকান ফুটন্ত গরম জল ভর্তি ওই কড়াই রেখে দিয়েছিল পার্কের পাশে৷ মেচেদার ওই মিষ্টির দোকানের এই গাফিলতির জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ বৃহস্পতিবার অঙ্কিতার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে হাজির হয়ে ওই মিষ্টির দোকানে ভাঙচুর চালায়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মেচেদা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2022 1:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mecheda Child : মিষ্টির দোকানের ফুটন্ত জলভর্তি কড়াইয়ে পড়ে মৃত শিশুকন্যা, ঘটনার জেরে ভাঙচুর ও উত্তেজনা